ভারতের শ্মশানে জ্বলছে সারি সারি মৃতদেহ
ভারতে করোনাভাইরাসের আক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। করোনায় আক্রান্ত মৃতদের সৎকারের জন্য শ্মশানের সারি পড়ে গেছে। ছবিতে দেখুন ভারতের শ্মশানে জ্বলছে করোনায় মৃতদের লাশের সারি।
-
মহামারির তাণ্ডবে শ্মশানে চিতার সারি। দেশের বিভিন্ন প্রান্তে ধরা পড়েছে একই ছবি। দিল্লির এক শ্মশানে চলছে কোভিডে মৃত রোগীর শেষকৃত্যের প্রস্তুতি। ছবি: সংগৃহীত
-
ভারতের রাঁচির স্বর্ণরেখা শ্মশানঘাটে শেষকৃত্যের অপেক্ষায় সারিবদ্ধ নিথর দেহ। শেষ বারের মতো তাদের দেখতেও পারেননি প্রিয়জনরা। ছবি: সংগৃহীত
-
কানপুরের ভৈরবঘাট শ্মশানে জ্বলছে অসংখ্য চিতা। দাহ করা হচ্ছে কোভিডে মৃত রোগীদের দেহ। ছবি: সংগৃহীত
-
গাজিয়াবাদের হিন্দনঘাট শ্মশানে প্রকাশ্যেই পর পর রাখা আছে দেহগুলো। মহামারির সঙ্গে যুদ্ধে তারা পরাজিত। ছবি: সংগৃহীত
-
কানপুরের মতো ভোপালের শ্মশানেও জ্বলছে সারিবদ্ধ চিতা। কোভিডে প্রাণ হারানো মানুষের অন্ত্যেষ্টি চলছে। ছবি: সংগৃহীত
-
দিল্লির এক শ্মশানঘাটে গণচিতার ব্যবস্থা করা হয়েছে। কোভিডরোগীর দেহ সংখ্যায় বেড়ে যাওয়ায় দেখতে হচ্ছে এই নিদারুণ দৃশ্য। ছবি: সংগৃহীত
-
বারাণসীর মণিকর্নিকা ঘাটেও একই ছবি। গঙ্গার পারে একের পর এক চিতা জ্বলছে। ছবি: সংগৃহীত
-
দিল্লির এক শ্মশানে চিতার লেলিহান আগুন প্রায় আকাশ ছুঁয়েছে। সৎকার করা হচ্ছে মহামারিতে প্রাণ হারানো অসংখ্য মানুষের। ছবি: সংগৃহীত
-
স্বাস্থ্যকর্মী এবং মৃতের পরিজনরা পিপিই পরেছেন। স্বজন হারানোর এই ছবি জম্মুর। ছবি: সংগৃহীত
-
অবিরত চিতা বহ্নিমান নয়ডার শ্মশানেও। মৃত্যুমিছিলের যেন শেষ নেই। ছবি: সংগৃহীত