বাজারে এসেছে প্রথম সোশ্যাল ডিস্টেন্সিং বাইক
প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৯ জুন ২০২০
আপডেট: ০১:৪১ পিএম, ২৯ জুন ২০২০
এবার বাজারে এসেছে প্রথম সোশ্যাল ডিস্টেন্সিং বাইক। সুলভ মূল্যে এ বাইক এনেছে ভারতীয় একটি বাইক প্রস্তুতকারক কোম্পানি।
-
বাজারে আসবে আসবে করছিল অনেক দিন ধরেই। অবশেষে ভারতের বাজারে পা রাখল জেমোপাই মিসো ই স্কুটার। বলার অপেক্ষা রাখে না এটিই সর্বপ্রথম সোশ্যাল ডিসট্যান্সিং স্কুটার।
-
সংস্থার তরফে স্কুটারটির শো-রুম মূল্য ধার্য করা হয়েছে ৪৪ হাজার টাকা।
-
এটি বুকিং করতে লাগবে মাত্র ২০০০ টাকা।
-
বাইক প্রস্তুতকারক সংস্থার কর্ণধার অমিত রাজ সিংহ সংবাদমাধ্যমকে বলেন, ‘করোনার কারণে বহু মানুষ ঘরবন্দি। এদিকে গণপরিবহণে চেপে কাজের জায়গায় পৌঁছনো আদৌ সুরক্ষিত নয়। এই পরিস্থিতিতে মিসো স্কুটারই আগামী দিনে বহু মানুষের ভরসা হতে চলেছে।