সেই হাতি নিয়ে যা বললেন তারকারা
ভারতের কেরালায় গর্ভবতী হাতিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সরব সবাই। তারকারাও এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। জেনে নিন কোন কোন তারকা এর প্রতিবাদ জানিয়েছেন।
-
খুব শীঘ্রই মা হতে চলেছেন, তাই গর্ভবতী হাতিটির কষ্টের সঙ্গে একাত্ম হয়ে শুভশ্রী লিখেছেন, ‘আমিও মা হতে চলেছি, তাই কষ্টটা অনুভব করতে পারছি। কখনও আমাদের ক্ষমা করো না মানুষ তার যোগ্যই নয়।’
-
মিমি লিখেছেন, ‘যদি খবরটা ভুল হতো ভালো হতো। করালার লোককে দোষ দেবেন না, তারা হাতিটিকে আনারস খাওয়াননি। গ্রামবাসীরা সাধারণত শিকারিদের দূরে রাখার জন্য এটা করেন, কারণ, তাদের কাছে আর রাস্তা নেই। আমি যেভাবে ভুল করেছি, তা আমি জানি, তবে তারা উদ্দেশ্যপূর্ণভাবে এটা করেননি। একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে সেই খবর ছড়িয়ে দেয়া থেকে বিরত থাকুন, যেগুলো আপনারা প্রকৃত সত্য ছাড়াই শুনছেন। প্রেম ও শান্তি।
-
রাজ চক্রবর্তী লিখেছেন, ‘মানুষ আসলে ছদ্মবেশে থাকা শয়তান, কিংবা আরও খারাপ কিছু। কবে এই জঘন্যকাজগুলো বন্ধ হবে? আরও অবাক হচ্ছি, মানুষ কীভাবে বর্তমান বিপর্যয়কে আরও বাড়িতে তুুলতে পারে। আমরাই ধংসের কারণ হবো, তাতে সন্দেহ নেই। দোষীদের কঠোর শাস্তি চাইছি’।
-
কেরালার যেভাবে নিরাপরাধ গর্ভবতী হাতিকে নৃশংসভাবে খুন করা হয়েছে তা সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। ‘'আমাদের চারপাশে এই দানবরা ঘুরে বেড়াচ্ছে। এদের মাথায় শয়তানের মতোই সিং থাকা উচিত। হাতিটি মাত্র ১৮-২০ মাস পরেই সন্তানের জন্মদিত। অথচ হাতিটি আহত হওয়ার পরও কাউকে পিষে দেয়নি। যন্ত্রণায় ছটফট করে নদীতে দাঁড়িয়েছিল।...যাঁরা এতটা নৃশংস হতে পারেন, তারা কেউ মানুষই নন। এদের জন্য শুধু আইন নয়, আইন কার্যকর করা হোক, খারাপভাবে শাস্তি দেয়া হোক। কারণ, এই দানবরা আইনকে ভয় পায় না।’