বন্ধ সেলুন খোলার পরই লাখ টাকা আয়
লকডাউনে বন্ধ থাকার পর থাকার পর স্যালুন খোলার পর ঘটেছে অবিশ্বাস্য ঘটনা। স্যালুন কর্তৃপক্ষের লাখ টাকার উপর আয় হয়েছে কয়েক ঘণ্টার মধ্যে। জেনে নিন সেই স্যালুন সম্পর্কে।
-
করোনা সংক্রমণের থাবায় আতঙ্কিত গোটা বিশ্ব। সংক্রমণ ঠেকাতে গোটা দুনিয়ায় বেছে নিয়েছে লকডাউনের রাস্তা। লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বন্ধ ছিল সব কিছুই। বন্ধ ছিল স্যালুন। এর অভাবে কম বেশি অসুবিধায় ছিলো সকলে। তাই স্যালুন খুলতেই লম্বা লাইন । লকডাউনের পর যে স্যালুন চাহিদা যে কতটা তা একজন হেয়ার স্টাইলিস্টের কয়েকঘণ্টার রোজগার দেখলেই বোঝা যাচ্ছে।
-
লকডাউন ওঠার পর সবে খুলেছে পার্লার। মাত্র একজন গ্রাহকের কাজ করে হেয়ার স্টাইলিস্টের আয় এক লাখ টাকারও বেশি।
-
এর মধ্যে সাধারণ একজন ক্রেতা চুল কাটার পর হেয়ার স্টাইলিস্টের হাতে কাজের টিপ হিসেবে ধরিয়ে দেন আড়াই হাজার ডলার। যার মূল্য প্রায় ২ লাখ টাকার কাছাকাছি। স্যালুনের সেই বিল এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।
-
ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী ওই হেয়ার স্টাইলিস্টের নাম ইলিসিয়া নভোটনি। সাধারণ এক ক্রেতার থেকে টিপ হিসেবে এত টাকা পেয়ে স্বভাবতই খুব অবাক হন তিনি। ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী ওই হেয়ার স্টাইলিস্টের নাম ইলিসিয়া নভোটনি। সাধারণ এক ক্রেতার থেকে টিপ হিসেবে এত টাকা পেয়ে স্বভাবতই খুব অবাক হন তিনি।