করোনা রুখতে ভুতুড়ে গ্রামে কোয়ারেন্টাইন সেন্টার
করোনা থেকে বাঁচতে চলছে নানামুখী উদ্যোগ। এবার জানা করোনা থেকে বাঁচতে ভুতুড়ে গ্রামে কোয়ারেন্টাইন সেন্টার। জেনে নিন সে ভুতুরে গ্রাম সম্পর্কে।
-
কর্মসংস্থানের জন্য একে একে গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছেন প্রায় সকলেই। গত কয়েক বছর ধরে ধীরে ধীরে জনশূন্য হতে হতে ‘ভুতের গ্রাম’-এ পরিণত হয়েছে ভারতের উত্তরাখণ্ডের পাউরি জেলার পাহাড়ি গ্রামগুলো।
-
জনশূন্য এই গ্রামগুলোতে দিনের বেলাতেও পা রাখেন না আশেপাশের এলাকার মানুষজন। করোনার আবহে এই ‘ভুতুড়ে’ গ্রামগুলোকেই কাজে লাগাচ্ছে উত্তরাখণ্ডের প্রশাসন।
-
উত্তরাখণ্ডের পাউরি জেলার এই পাহাড়ি গ্রামগুলোকে অন্যরাজ্য থেকে আসা হাজার হাজার মানুষের জন্য কোয়ারেন্টাইন সেন্টার বানিয়ে ফেলেছে পাউরি জেলা প্রশাসন।
-
গ্রামের বাসিন্দাদের পরিত্যক্ত বাড়িগুলোকে কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে কাজা লাগাচ্ছে পাউরি জেলা প্রশাসন। এই বাড়িগুলোর পাশাপাশি গ্রামগুলোর পঞ্চায়েত ভবন বা স্কুলগুলোকেও কোয়ারেন্টাইন সেন্টার বানানো হয়েছে।
-
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ১৩ মে পর্যন্ত ভিনরাজ্য থেকে ১৯ হাজার ৮৪৬ জন মানুষ পাউরি জেলায় এলাকায় ফিরেছেন। এদেরকেই ১৪ দিন করে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।