শক্তিশালী হতে গতি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আম্ফান
যত শক্তিশালী হচ্ছে তত দ্রুতগতিতে এগোচ্ছে আম্ফান। আগের থেকে আরো বেশি গতিতে ধেয়ে আসছে ঘূর্ণি ঝড়টি আম্ফান।
-
ঘণ্টায় এখন ১৩ কিমি বেগে এগিয়ে আসছে আম্ফান । উপগ্রহ চিত্রের পর্যবেক্ষণ বলছে, দীঘা থেকে এখন তার অবস্থান ৯৮০ কি.মি. দূরে।
-
ক্রমশই এগিয়ে আসছে আম্ফান। আপাতত তার চলার পথ দেখে মনে হচ্ছে উত্তর দিক দিয়েই সম্ভবত স্থলভাগে ঢুকবে সে। বাংলার দিকেই বাঁক নেবে ঘূর্ণঝড়। কিন্তু কোথায় ল্যান্ডফল হবে? এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ ভারতের আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল।
-
তবে ঘূর্ণিঝড়ের গতিপথ, গতিবেগ ও গতিবিধি বিচার বিবেচনা করে দেখা যাচ্ছে দিঘা থেকে বাংলাদেশের হাতিয়ার মধ্যবর্তী কোনো জায়গায় আছড়ে পড়তে পারে আম্ফান। বুধবার বিকেল সন্ধ্যা নাগাদ সম্ভবত স্থলভাগে ঢুকবে সে। তবে যত শক্তি বাড়াচ্ছে, ততই দ্রুতগতিতে ধেয়ে আসছে আম্ফান।
-
প্রথমে ৩কি.মি. প্রতি ঘণ্টায় বেগে এগোচ্ছিল আম্ফান। এখন ঘণ্টায় ১৩কি.মি. গতিতে এগোচ্ছে। দীঘা থেকে এখন তার অবস্থান ৯৮০ কি.মি. দূরে। আম্ফানের দাপটে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
-
কলকাতাতেও আমফানের প্রভাব পড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। কলকাতায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি বেগে ঝড় হতে পারে। সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই সবটাই হচ্ছে আম্ফানের লেজের ঝাপটা। কিন্তু ঘূর্ণিঝড় যখন ভূমি স্পর্শ করবে, তখন তার গতিবেগ কত থাকতে পারে? আয়লা, বুলবুলের মতো আম্ফানেরও সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কি.মি. থাকতে পারে বলে আশঙ্কা।