করোনা সংক্রমণে কোন দেশ কততম স্থানে রয়েছে
প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশের মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। এবার জেনে নিন করোনা সংক্রমণে কোন দেশ কততম স্থানে রয়েছে।
-
আমেরিকা: গোটা বিশ্বেই এখন দাপট চলছে মারণ ভাইরাস করোনার। আমেরিকার মতোই ভারতেও প্রতিদিন রেকর্ড সংখ্যায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলোর তালিকায় এখন শীর্ষে আমেরিকা। সে দেশে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১,৪৩০,৩৪৮ জন। পাশাপাশি মৃত বেড়ে ৮৫,১৯৭ জন।
-
স্পেন: তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। সে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ২৭১,০৯৫ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ২৭,১০৪ জন।
-
রাশিয়া: এক মাস আগেও এই দেশে করোনা পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল না। কিন্তু আক্রান্তের সংখ্যা ভ্লাদিমির পুতিনের দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৪২,২৭১ জন। এখন পর্যন্ত মৃত ২,২১২ জন। আক্রান্তের সংখ্যার তুলনায় মৃত্যুর হার অবশ্য বাকি দেশগুলোর তুলনায় অনেকটাই কম।
-
ব্রিটেন: তালিকায় চার নম্বরে রয়েছে ব্রিটেন। আক্রান্তের সংখ্যা সে দেশে ২২৯,৭০৫ জন। মৃত্যু হয়েছে ৩৩,১৮৬ জনের।
-
ইতালি: করোনা আক্রান্তের সংখ্যা ইতালিতে এখন পর্যন্ত ২২২,১০৪ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৩১,১০৬ জনের। শুরুর দিকে ইতালিজুড়ে এই করোনা অতিমারির যতটা ভয়াবহতা দেখা গিয়েছিল, তা তুলনায় এখন অনেকটাই কমেছে।
-
ব্রাজিল: তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে ব্রাজিল। সে দেশেও ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ব্রাজিলে ১৯০,১৩৭ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ১৩,২৪০ জনের।
-
ব্রাজিল: তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে ব্রাজিল। সে দেশেও ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ব্রাজিলে ১৯০,১৩৭ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ১৩,২৪০ জনের।
-
ফ্রান্স: করোনা আক্রান্তের সংখ্যায় এখন ব্রাজিলের থেকে একধাপ নিচে রয়েছে ফ্রান্স। সে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৭৮,০৬০ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ২৭,০৭৪ জনের।
-
জার্মানি: জার্মানিতে করোনা সংক্রমিতদের মোট সংখ্যা এখন পর্যন্ত ১৭৪,০৯৮ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৭,৮৬১ জনের।
-
তুরস্ক: তুরস্কতে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৪৩,১১৪ জন। মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ৩৯৫২ জনের।
-
ইরান: ইরানে পরিস্থিতি আগে ভয়াবহ থাকলেও এখন কিছুটা সামাল দেওয়া গিয়েছে। করোনায় এখন পর্যন্ত সে দেশে আক্রান্তের সংখ্যা ১১২,৭২৫ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৩,৯৫২ জনের।
-
চীন: করোনার জন্ম যে দেশে, সেই চীনে এখন মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮২,৯২৯-এ। পাশাপাশি ম্ত্যৃু হয়েছে ৪৬৩৩ জনের।
-
ভারত: ভারতে যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাতে চীনকে ছুঁতে আর খুব বেশি দেরি নেই ভারতের। এখন পর্যন্ত এ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮,১৯৪ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ২৫৫১ জনের।
-
পেরু: করোনা আক্রান্তদের তালিকায় পিছিয়ে নেই আরেক লাতিন আমেরিকার দেশ পেরুও। করোনা সংক্রমিতদের তালিকায় ভারতের পরেই রয়েছে এই দেশ। পেরুতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৭৬,৩০৬। মৃত্যু হয়েছে ২১৬৯ জনের।
-
কানাডা: কানাডায় মোট করোনা আক্রান্ত ৭২,২৭৮ জন। মৃত ৫,৩০২ জন।
-
বেলজিয়াম: বেলজিয়ামে মোট করোনা আক্রান্ত ৫৩,৯৮১ জন। মৃত ৮৮৪৩ জন।
-
সৌদি আরব: সৌদি আরবে মোট করোনা আক্রান্ত ৪৪,৮৩০ জন। মৃত ২৭৩ জন।
-
নেদারল্যান্ডস: এই দেশে মোট করোনা আক্রান্ত এখন পর্যন্ত ৪৩,২১১ জন। মৃত্যু হয়েছে ৫,৫৬২ জনের।
-
মেক্সিকো: এই দেশে মোট করোনা আক্রান্ত এখন পর্যন্ত ৪০,১৮৬ জন। মৃত্যু হয়েছে ৪,২২০ জনের।
-
পাকিস্তান: করোনা আক্রান্ত দেশগুলোর তালিকায় ১৯ নম্বরে এখন পাকিস্তান। সে দেশে মোট করোনা আক্রান্ত এখন পর্যন্ত ৩৫,৭৮৮ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৭৭০ জনের।
-
চিলি: এই দেশে মোট করোনা আক্রান্ত এখন পর্যন্ত ৩৪,৩৮১ জন। মৃত্যু হয়েছে ৩৪৬ জনের।