করোনা ছড়াতে চীনের যে বাজারটি দায়ী
চীনের হুবেই প্রদেশের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত। সেখান থেকেই আজ গোটা পৃথিবীতে। করোনা রুখতে চীনের ভূমিকা নিয়ে বার বার নিন্দায় সরব হচ্ছেন ও প্রশ্ন তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
-
উহান শহরের একটি বাজারের কথা বারবারই আলোচনায় এসেছে। সেখানেই প্রথম এই ভাইরাসের উৎপত্তি। এই পাইকারি বাজারটি হুবেই প্রদেশে খুবই জনপিয়। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ) স্বীকার করল, করোনা ভাইরাসের বিশ্বব্যাপী সংক্রমণে উহানের ওই বাজারের একটি ভূমিকা রয়েছে, তা স্পষ্ট।
-
গত জানুয়ারিতেই চিন ওই বাজারটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে পশু-পাখির মাংসের ব্যবসাতেও সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে চীন।
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থার খাদ্য সুরক্ষা ও পশুপাখি বাহিত ভাইরাস বিশেষজ্ঞ পিটার বেন এমবারেকের কথায়, ‘করোনা ভাইরাসের সংক্রমণে ওই বাজারটির একটি ভূমিকা রয়েছে। এটা স্পষ্ট। কিন্তু কী ভাবে ছড়াল, তা আমরা এখনও জানি না। হতে পারে ওই বাজার এলাকায় করোনা আক্রান্ত হন কেউ। বিষয়টি নিয়ে আরও গবেষণা দরকার।
-
WHO-এর বক্তব্য, কোনও জীবন্ত পশু বা কোনও মানুষ ওই বাজারে করোনা নিয়ে আসে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
-
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বক্তব্যের পরেই মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেয়ো দাবি করেন, করোনা ভাইরাস উহানের একটি ল্যাবরেটরি থেকেই বেরিয়েছে, এর স্বপক্ষে প্রচুর প্রমাণ রয়েছে।