অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এলেন যে খেলোয়াড়রা
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৯ জানুয়ারি ২০২০
আপডেট: ০১:৩৬ পিএম, ০৯ জানুয়ারি ২০২০
দাবানলের তাণ্ডবে জ্বলছে অস্ট্রেলিয়া। সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে দাবানল। ৪ মাস ধরে পুড়ছে অস্ট্রেলিয়া। থামার এখনও কোনো লক্ষ্মণ নেই। দাবানলে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিখ্যাত খেলোয়াড়রা।
-
এই দাবানলের গ্রাসে অসহায়, বিপন্ন অস্ট্রেলিয়ার জনজীবনও।
-
অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে প্রদর্শনী ম্যাচের আয়োজন করছে টেনিস অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর পাঁচ দিন আগে রড লেভার অ্যারিনাতেই হবে এই প্রদর্শনী ম্যাচ।
-
১৫ জানুয়ারি এই ম্যাচে রজার ফেদেরার, রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামসের পাশাপাশি খেলবেন নিক কিরগিয়স, স্তেফানেস সিত্সিপাস, নাওমি ওসাকা এবং ক্যারোলিন ওজনিয়াকি।
-
আড়াই ঘণ্টার এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ যাবে দাবানলে বিধ্বস্ত মানুষদের সাহায্যার্থে।
-
মারিয়া শারাপোভা এবং নোভাক জকোভিচ ২৫০০০ অস্ট্রেলিয়ান ডলার সাহায্য তুলে দেবেন।