চীনের মসজিদ ভাঙার প্রতিবাদ করলেন তারকা
চীনের উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর চলছে অবর্ণনীয় নির্যাতন। ভেঙে ফেলা হচ্ছে মসজিদ। এসব নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে জার্মান এক ফুটবল তারকা। জেনে নিন সে সম্পর্কে।
-
চীনের জিয়ানজিং প্রদেশে বসবাসকারী উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে। এমনই দাবি করলেন জার্মানির তারকা ফুটবলার মেসুট ওজিল। এর আগেও অবশ্য উইঘুর সম্প্রদায়ের প্রতি নিপীড়নের একাধিক খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে চীন বারবারই বলেছে, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।
-
আর্সেনালের তারকা ওজিল এদিন টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন। উইঘুর সম্প্রদায়ের প্রতি হওয়া অত্যাচারের প্রতিবাদ করার ডাক দিয়েছেন তিনি।
-
ওজিল লিখেছেন, ‘একের পর এক মসজিদ ভাঙা হচ্ছে। ধর্মগ্রন্থ পুড়িয়ে দেয়া হচ্ছে। মাদ্রাসা বন্ধ করে দেয়া যাচ্ছে। হত্যালীলা চলছে। এরপরও বিশ্বের বেশিরভাগ মুসলিম সম্প্রদায় কেন চুপ করে রয়েছে! এভাবে চুপ করে থাকা মানে নিজেদের ওপর এই নিপীড়ন মেনে নেয়া নয় কি?’
-
যদিও ওজিলের এমন টুইটের পরই আসরে নেমেছে তার ক্লাব আর্সেনাল। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়ায় মেসুট ওজিলের লেখা বক্তব্য তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এর সঙ্গে ক্লাবের মতাদর্শের কোনোরকম সম্পর্ক নেই। আর্সেনাল সবসময়ই একটি অরাজনৈতিক সংগঠন।’
-
আর্সেনালের অনেক ভক্ত আবার প্রকাশ্যে এমন মন্তব্যের জন্য ওজিলের শাস্তির দাবি করেছেন। তবে কেউ কেউ বলেছেন, ব্যক্তিগত মত প্রকাশের অধিকার ওজিলের রয়েছে।