তহবিলের টাকায় এলাকার মানুষের মাঝে পেঁয়াজ বিতরণ
পেঁয়াজের আকাশ ছোঁয়া দাম। তাই এলাকার মানুষের মাঝে ক্লাবের তহবিলের টাকা দিয়ে পেঁয়াজ বিতরণ করছেন ক্লাবের সদ্যসরা।
-
ভারতেও আকাশ ছুঁয়েছে পেঁয়াজের দাম। তাই তহবিলের টাকায় এলাকার মানুষদের পেঁয়াজ বিলি করল কলকাতার দমদমের ক্লাব। সেঞ্চুরি হাঁকিয়ে পেঁয়াজের ঝাঁজে এখন ওষ্ঠাগত প্রাণ আম আদমি। বাজারে গিয়ে পেঁয়াজ কিনতে কার্যত ভাবতে হচ্ছে প্রত্যেককেই।
-
রান্নাঘর থেকে পাড়ার দোকান পেঁয়াজ নিয়ে এখন সাবধানী সকলেই। এই অবস্থায় এক অভিনব উদ্যোগ নিল দমদম গোড়াবাজারের একটি ক্লাব।
-
দুর্গাপুজোর অবশিষ্ট টাকা দিয়ে এলাকার মানুষদের হাতে ১কিলো করে পেঁয়াজ তুলে দিল ক্লাব সংগঠন।
-
পেঁয়াজ বিলি অনুষ্ঠানের পোশাকি নাম দেয়া হল ‘সকলের জন্য পেঁয়াজ’।
-
ক্লাবের কর্তাদের দাবি, পেঁয়াজের দাম এখন সেঞ্চুরি পার করেছে, এমন অবস্থায় তারা সিদ্ধান্ত নিয়েছেন বিজয়া সম্মিলনীর উদ্বৃত্ত টাকা দিয়ে এলাকার দুঃস্থ মানুষদের হাতে ১ কেজি করে পেঁয়াজ তুলে দেবেন।
-
সেই সিদ্ধান্ত মতোই দুর্গাপুজোর অবশিষ্ট টাকা দিয়ে মঙ্গলবার শতাধিক এলাকার মানুষদের হাতে ১ কিলো করে পেঁয়াজ তুলে দিল ক্লাব সংগঠন।