ছবিতে দেখুন ইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় আরও আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত কয়েকদিনে গাজার ২৪ ফিলিস্তিনির প্রাণহানি ঘটলো। ছবিতে দেখুন ইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজা।
-
নিহতদের মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের দু'জন শীর্ষ পর্যায়ের কমান্ডার রয়েছেন।
-
জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় খালিদ মাবাজ নামে ৩৮ বছর বয়সী আরও একজন কমান্ডার নিহত হয়েছেন।
-
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নেয়ার সময় মাভাজের ওপর হামলা চালানো হয়।
-
এর একদিন আগে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের কমান্ডার বাহা আবু আল-আতা ও তার স্ত্রীর নিহত হয়েছেন।
-
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের দু'দিনের হামলায় ৪৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২৩ শিশু রয়েছে।
-
ইসরায়েলি হামলার জবাবে জিহাদ আন্দোলন এ পর্যন্ত গাজা উপত্যকা থেকে ২০০’র বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ইসরায়েলের জাতীয় জরুরি বিভাগ বলছে, এ পর্যন্ত তারা ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৪৬ জনকে চিকিৎসা দিয়েছে।
-
ইসলামি জিহাদ আন্দোলনের একজন মুখপাত্র ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেল আবিব যুদ্ধ শুরু করলেও যুদ্ধ শেষ করার ক্ষমতা তাদের হাতে থাকবে না এবং চলমান সংঘাতের সম্পূর্ণ দায়-দায়িত্ব ইসরায়েলকে বহন করতে হবে।
-
এদিকে, ইসরায়েল এবং গাজার মধ্যকার সংঘর্ষের পর আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে। দু'পক্ষের মধ্যে যুদ্ধবিরতির জন্য মিসর প্রচেষ্টা শুরু করেছে।
-
অন্যদিকে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আরব লীগ এবং জর্ডান ইসরায়েলি হামলার নিন্দা করেছে।
-
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও ইসরায়েলি হামলার সমালোচনা করেছে। সংগঠনটি ফিলিস্তিনিদের যেকোনো সংগ্রামের প্রতি নিজেদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। পার্সট্যুডে।
-
ইসরাইলি আক্রমণে গাজায় ধংসযজ্ঞ।
-
মানুষের বসত বাড়িতে আক্রমণ।
-
জ্বলছে গাজার রাস্তা।
-
উদ্বিঘ্ন ফিলিস্তিনি মানুষ।
-
ইসরাইলি আক্রমণে আহত এক ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।