ভারতে কত দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের পাঠানো ইলিশ
ভারতের বিভিন্ন রাজ্যে ঢুকেছে বাংলাদেশি ইলিশ, গতকাল সকালেই পৌঁছেছে ভারতের বাজারে। কত দামে ভারতে ইলিশ বিক্রি হচ্ছে এ নিয়ে দেশে চলছে আলোচনা সমালোচনা। এবার জেনে নিন আসলে ভারতের বাজারে কত দামে বিক্রি হচ্ছে।
-
ভারতের ৭ বছরের অপেক্ষা শেষ। কলকাতার বাজারে পৌঁছছে চলেছে বাংলাদেশের ইলিশ। সোমবারই পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে ইলিশভর্তি ৮টি ট্রাক। পাইকারি বাজারে নিলামের পর মঙ্গলবার সকালেই তা পৌঁছে গেছে কলকাতার বাজারগুলোতে।
-
শেষবার ২০১২ সালে ভারতে ঢুকেছিল বাংলাদেশের ইলিশ। তার পর ঢুকল সোমবার। এদিন ৮টি ট্রাকে প্রায় ৩০ টন ইলিশ ঢুকেছে ভারতে। প্রায় ৮ বছর ভারতে ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল হাসিনা সরকার। সেই নিষেধাজ্ঞা তুলে এপারের বাঙালিকে শারদোৎসবের উপহার হিসাবে ৫০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। তারই প্রথম ক্ষেপ সোমবার ঢুকেছে ভারতে।
-
সোমবার ৩০ টন ৬০০ কিলোগ্রাম ইলিশ ঢুকেছে ভারতে। প্রতিটি মাছের ওজন ১ কেজি থেকে ১.৫ কেজি। কাস্টমস ক্লিয়ারিং এজেন্টদের তরফে জানানো হয়েছে, ভারতের এক মাছ ব্যবসায়ী এই মাছ আমদানি করেছেন।
-
সোমবারই সেই ইলিশ ভর্তি ট্রাক পৌঁছেছে কলকাতায়। রাতে পাইকারি বাজার হয়ে মঙ্গলবার সকালে পৌঁছে যাবে শহরের বড় বাজারগুলোতে। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের ইলিশ মিলছে মানিকতলা বাজার, এন্টালি মার্কেট, গড়িয়াহাট বাজারের মতো শহরের বড় বাজারগুলোতে। প্রতি কেজি মাছ বিক্রি হচ্ছে ২,০০০ থেকে ৩,০০০ টাকা।