জেনে নিন জম্মু-কাশ্মীর নিয়ে মোদি সরকারের ৫ বড় সিদ্ধান্ত
প্রায় ৭০ বছর পর বাতিল ৩৭০ ধারা, জেনে নিন জম্মু-কাশ্মীর নিয়ে মোদি সরকারের ৫ বড়সড় সিদ্ধান্ত।
-
কয়েকদিন ধরেই এ নিয়ে সলতে পাকাতে শুরু করেছিল কেন্দ্র। সোমবার তা স্পষ্ট হল। জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা রদ করল কেন্দ্র। ফলে রাজ্যে মানুষজন সম্পত্তির অধিকারসহ যেসব সুযোগ পেতেন তা আর পাবেন না। বিতর্কিত এই ধারা রদ করার পাশাপাশি রাজ্যটিকে নিয়ে ৫টি বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। জানুন ৫ পয়েন্টে।
-
প্রায় ৭ দশক পর তুলে দেয়া হল ৩৭০ ধারা।
-
৩৭০ ধারা বিলোপের সঙ্গে সঙ্গেই কোনো প্রাসঙ্গিকতা রইল না ৩৫এ ধারার। এই ধারার বলে বাইরের রাজ্যের কেউ জম্মু ও কাশ্মীরে জমি কিনতে পারতেন না। কোনো মহিলা বাইরের রাজ্যের কাউকে বিয়ে করলে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হতেন।
-
জম্মু ও কাশ্মীরকে ভাগ করা হল ২ কেন্দ্র শাসিত অঞ্চলে।
-
দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি হল জম্মু-কাশ্মীর এবং দ্বিতীয়টি হল লাদাখ।
-
দুই কেন্দ্রশাসিত অঞ্চলেই থাকবেন একজন লেফটেন্যান্ট গভর্নর। তবে লাদাখে থাকবে না কোনো বিধানসভা।