ছবিতে দেখুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মোদির ব্যস্ততা
নরেন্দ্র মোদি বিপুল জনসমর্থন নিয়ে আবারও ক্ষমতায় এসেছেন। বৃহস্পতিবার প্রকাশিত হওয়া লোকসভা নির্বাচনের ফল জানিয়ে দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবেই মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন। নির্বাচত হবার পরে দেখুন মোদির ব্যস্ততা।
-
জগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন নরেন্দ্র মোদি।
-
ফল প্রকাশিত হওয়ার পরেরদিন শুক্রবারও দিনভর নানা কাজে ব্যস্ত থাকতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেই সব কর্মসূচির ছবিও তিনি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
-
২০১৪ সালের মতো এবারও নরেন্দ্র মোদি প্রার্থী হয়েছিলেন উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা আসন থেকে। এবার তিনি ওই কেন্দ্র থেকে জিতেছেন ৪ লাখ ৭৯ হাজার ৫০৫ ভোটে। জয়ের ব্যবধান গতবারের তুলনায় এক লাখেরও বেশি।
-
মোদির ভোটের জয়ের প্রশংসাপত্র নির্বাচন কমিশনের কাছ থেকে সংগ্রহ, তা শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছে দেন বিজেপির কর্মকর্তারা। কর্মকর্তাদের হাত থেকে প্রশংসাপত্র নেওয়ার সেই ছবি মোদি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
-
এছাড়া দিন দেখা করেন লালকৃষ্ণ আদবাণীর সঙ্গে। বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য এই বর্ষীয়ান নেতার আশীর্বাদ নেন। আদবাণী অবশ্য বৃহস্পতিবারই মোদিকে জয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন।
-
আদবাণী ছাড়াও এদিন মোদী দেখা করেন মুরলি মনোহর যোশীর সঙ্গেও। জোশীর বাড়িতে গিয়ে মোদি তার আশীর্বাদ নেন। আদবাণীর সঙ্গে সাক্ষাতের মতো যোশীর সঙ্গে মোদীর সাক্ষাতের সময়ও উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
-
এরপর প্রধানমন্ত্রী দেখা করেন তার দফতরের কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে। প্রধানমন্ত্রীর দফতরের কর্মচারীরা গত পাঁচ বছর ধরে যেভাবে নিরলস পরিশ্রম করেছেন, তার জন্য মোদি তাদের ধন্যবাদ দেন। কৃতজ্ঞতা জানান ওই কর্মচারীদের পরিবারের সদস্যদেরও।
-
এরপর শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী যোগদেন ষোড়শ লোকসভার শেষ ক্যাবিনেট মিটিংয়ে। মন্ত্রিসভার ওই বৈঠকে এই লোকসভা ভেঙে দেওয়ার প্রস্তাব পাস হয়।
-
তারপর মোদি চলে যান রাষ্ট্রপতি ভবনে। সেখানে তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যরা। রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। লোকসভা ভেঙে দেওয়ার পাস প্রস্তাবও পেশ করেন।