জেনে নিন যেভাবে ভারতের ভোট গণনা করা হচ্ছে
বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত। ১৯ মে শেষ হয়েছে সে দেশের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। জেনে নিন যেভাবে ভারতের ভোট গণনা করা হচ্ছে।
-
আজ কীভাবে ভারতের ভোট গণনা হবে এর প্রক্রিয়ার প্রতিটি ধাপ, ব্যাখ্যা করল কমিশন।
-
রাজ্যের ৪২ আসনের জন্য রয়েছে মোট ৫৮টি গণনা কেন্দ্র।
-
বৃহস্পতিবার সকাল ৮টায় স্ট্রংরুম থেকে গণনা শুরু হবে।
-
স্ট্রংরুম খুলে ইভিএম আনার সময় ভিডিওগ্রাফির ব্যবস্থা থাকবে। সেখানে উপস্থিত থাকবেন সব দলের প্রার্থী বা তার এজেন্ট।
-
প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর ইভিএম, সবশেষে ভিভিপ্যাট। এক একটি হলে ৭ থেকে ১৪টি টেবিল থাকতে পারে।
-
হলের গণনা প্রক্রিয়ার পুরোটাই ভিডিওবন্দি হবে। হলের দায়িত্বে থাকবেন অবজার্ভার।
-
প্রত্যেক টেবেিল সব দলের প্রার্থীর এজেন্ট, কাউন্টিং অবজার্ভার, মাইক্রো অবজার্ভার থাকবেন। গণনা চলবে ১৭ থেকে ২০ রাউন্ড।
-
ইভিএমের রেজাল্ট বোতাম টিপলে ভোটের ফল দেখা যাবে। ম্যানুয়ালি ও কম্পিউটারে দুভাবেই রেজাল্টের হিসেব হবে।
-
গণনার শেষে সকলের সই নেওয়ার পর তা ‘নিউ সুবিধা’ অ্যাপে আপলোড হবে। তার পর গোনা হবে ভিভিপ্যাট।
-
৫টি ভিভিপ্যাট বেছে নিয়ে গণনা হবে। ভিভিপ্যাটের প্রতিটি ¯িøপ গুনে দেখা হবে।