নিউজিল্যান্ডে জুমার নামাজে মানুষের ঢল
নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে হামলার এক সপ্তাহ পূর্ণ হলো। ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার ঘটনায় কমপক্ষে ৫০ জন প্রাণ হারায়। আজ আল নুর মসজিদের পাশের একটি পার্কে জুমার নামাজ আদায় করা হয়। এতে হাজারো মানুষের ঢল নামে।
-
আল নুর মসজিদের কাছে হেগলি পার্কে জুমার নামজে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছেন।
-
মুসল্লিরা মোনাজাত করছেন।
-
নামাজে আসা মুসল্লিদের কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
-
জুমার নামাজের সময় শোক কাছে মুসলমানদের কাছে প্রকাশ করতে এসেছে নিউজিল্যান্ডের অন্যান্য ধর্মের হাজারো মানুষ।
-
নামাজ আদায় করছেন নিউজিল্যান্ডের মুসলমানরা।
-
মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করে নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আজান এবং জুমার নামাজ রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওতে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
-
নিহতদের প্রতি সম্মান জানিয়ে দুই মিনিট নিরাবতা পালন করা হয়।
-
সেদিনের শোক কিছুতেই ভুলতে পারছেন এক মুসল্লি। তাই অঝোরে কাঁদছেন।