ডিম বালককে শত শত তরুণীর বিয়ের প্রস্তাব
বিশ্বজুড়ে এখন উইল কনোলিকে ‘এগ বয়’ বা ‘ডিম বালক’ নামেই সবাই চেনেন। নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় বিতর্কিত মন্তব্য করায় অস্ট্রেলিয়ান সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম ফাটিয়ে এর প্রতিবাদ জানিয়েছিল উইল। এখন তাকে শত শত তরুণীরা বিয়ে করার প্রস্তাব দিচ্ছে।
-
উইল কনোলি রীতিমতো বীর উপাধি পেয়ে গেছেন। ফলে ডিম বালক (এগ বয়) খেতাবের আড়ালে হারিয়ে যেতে বসেছে।
-
‘আই ইউল ম্যারি এড় বয়’-লেখা প্লাকার্ড নিয়ে তরুণীরা।
-
ফ্রেজার অ্যানিং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার জন্য মুসলিম অভিবাসীদেরকেই দায়ী করেন। তার এ মন্তব্যকে তীব্র বর্ণবাদমূলক আখ্যা দিয়ে দেশজুড়ে তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়।
-
নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় বিতর্কিত মন্তব্য করায় অস্ট্রেলিয়ান সিনেটর ফ্রেজার অ্যানিংয়। তার মাথায় ডিম ফাটিয়ে এর প্রতিবাদ জানিয়েছিল উইল।
-
সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম ভাঙছেন উইল কনোলি।
-
ডিম ভাঙার দৃশ্যও ভিডিও করেন উইল।