এবার নেদারল্যান্ডসে বন্দুক হামলা
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৮ মার্চ ২০১৯
আপডেট: ০৭:২৪ পিএম, ১৮ মার্চ ২০১৯
এবার নেদারল্যান্ডসে বন্দুক হামলায় একজন নিহত হয়েছে। এজন্য সঙ্কটকালীন জরুরি বৈঠকে বসেছে সে দেশের সরকার।
-
নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে যাত্রীবাহী ট্রামে বন্দুক হামলায় একজন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে। হামলার পর শহরের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। ছবি: এএফপি
-
সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে অক্টোবর ২১ স্কয়ারের কাছে এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ছবি: এএফপি
-
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হামলার পেছনে সন্ত্রাসী উদ্দেশ্য রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। ছবি: এএফপি
-
নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ছবি: এএফপি
-
বন্দুক তাক করে সতর্ক অবস্থায় আছে পুলিশ। ছবি: এএফপি