নিউজিল্যান্ডের মসজিদে বন্দুকধারী যেভাবে সন্ত্রাসী হামলা চালায়
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ঢুকে জুমার নামাজরত মুসল্লিদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় সন্ত্রাসী। নিউজিল্যান্ডের গণমাধ্যম জানায় এসময় সবাই জুমার নামাজের জন্য মসজিদে গিয়েছিলেন। এবার ছবিতে দেখুন যেভাবে মসজিদে হামলা চালানো হয়।
-
ঘটনাস্থলে পড়ে রয়েছে সন্ত্রাসী হামলায় হতাহতদের জুতো, রক্তমাখা ব্যান্ডেজ।
-
এভাবে গুলি ছুড়তে ছুড়তে মসজিদের ভেতর ঢুকে পড়ে হামলাকারী। সন্ত্রাসী হামলার ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। বন্দুকধারী এক হামলাকারীকে আটক করা হয়েছে বলেও খবরে উল্লেখ করা হয়েছে।
-
হামলা চালানোর সময় সামাজিক মাধ্যমে লাইভে ছিলেন ওই হামলাকারী। ১৭ মিনিট ধরে ওই হামলার লাইভ ভিডিও প্রচারিত হয়। ২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান-বংশোদ্ভূত ওই হামলাকারী নিজেকে সাধারণ শ্বেতাঙ্গ নাগরিক ও নিজেকে ব্রেনটন ট্যারেন্ট বলে উল্লেখ করেছেন।
-
হামলাকারী ব্যবহৃত আধুনিক অস্ত্র।
-
নিউজিল্যান্ডের আল নুর নামের এই সমজিদে হামলা চালানো হয়।
-
আল নুর মসজিদের ভেতরের অংশ।
-
গুগল ম্যাপে আল নুর মসজিদের অবস্থান।
-
হামলাকারী গাড়ি চালিয়ে হামলা করতে যাওয়ার সময়রে ছবি।
-
আহত একজনকে নিয়ে যাচ্ছে পুলিশ।
-
সন্ত্রাসী হামলার পর আল নুর মসজিদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।