তীব্র শীতে বরফ জমেছে নায়াগ্রা জলপ্রপাতে
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০৪ জানুয়ারি ২০১৮
আপডেট: ০৭:৩৮ পিএম, ০৪ জানুয়ারি ২০১৮
কয়েকদিন ধরে তীব্র শীতে বরফ জমেছে নায়াগ্রা জলপ্রপাতে। এবারের অ্যালবামে থাকছে এ জলপ্রপাতের ছবি।
-
কোথাও হিমাঙ্কের ৮ ডিগ্রি নীচে তো কোথাও তারও কম। মারাত্মক ঠান্ডার কাঁপছে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা।
-
কানাডার কোথাও তো তাপমাত্রা নেমে গিয়েছে দক্ষিণ মেরুর তাপমাত্রার কাছাকাছি।
-
মারাত্মক ঠান্ডায় জমে গিয়েছে নায়াগ্রা জলপ্রপাত।
-
জমে যাওয়া জলপ্রপাতের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
-
তবে এই প্রথমবার নয়। এর আগেও বেশ কয়েকবার জমে গিয়েছে নায়াগ্রা।
-
নায়াগ্রা জলপ্রপাত দিয়ে প্রতি সেকেন্ডে তিন হাজার টন জল বয়ে চলে। মারাত্মক ঠান্ডায় সেই জল পড়ার সঙ্গে সঙ্গে জমে যাচ্ছে।
-
দেশ বিদেশ থেকে মানুষ ভিড় জমিয়েছেন এই প্রাকৃতিক শোভা দেখতে।
-
শুধু নায়াগ্রা নয়, প্রবল ঠান্ডায় জমে গিয়েছে ফ্লোরিডা, টেক্সাস-সহ আমেরিকার একটা বড় অংশও।