বাহারি সাজে পূজাময় আগরতলা
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাহারি সাজে সেজেছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহর। জাগো নিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজিজুল সঞ্চয় আগরতলা থেকে ফিরে এবারের অ্যালবামের ছবি পাঠিয়েছেন।
-
ভারতের আগরতলা এখন পূজার সাজে রঙিন।
-
রঙ-বেরঙের ঝারবাতি আর বর্ণিল আলোকসজ্জায় পূজাময় অন্য এক আগরতলার রূপে মুগ্ধ পর্যকটরা।
-
পূজা দেখতে আসা দর্শনার্থীদের ভিড়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মহাঅষ্টমীতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আগরতলা পৌর শহরের দৃশ্য।
-
ব্যক্তিগত পূজা মণ্ডপগুলোর চেয়ে ক্লাবভিত্তিক করা মণ্ডপগুলোই ছিল সবচেয়ে বড়। দেবী দূর্গার আরাধনায় উলু ধ্বনিতে মুখরিত ছিল মণ্ডপগুলো।
-
প্রতিটি পূজা মণ্ডপেই দেবীর ভক্ত ও দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়।
-
দর্শনার্থীদের মধ্যে ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। বৈরি আবহাওয়া উপেক্ষা করেই বাংলাদেশি পর্যটকদের ঘুরতে দেখা গেছে।
-
পূজা উপলক্ষে ত্রিপুরা রাজ্যজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ভারত-বাংলাদেশ সীমান্তর্তী এলাকার পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার জন্য দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিশেষ নির্দেশনা দিয়েছে রাজ্য সরকার।