ভারতের বিভিন্ন রাজ্যে দুর্গাপূজা যে নামে পরিচিত
দুর্গাপূজা নিয়ে ভারতজুড়ে সাজ সাজ রব। সে দেশের বিভিন্ন রাজ্যে দুর্গাপূজাকে আলাদা আলাদা নামে ডাকা হয়।
-
নবরাত্রি পূজা : গুজরাট, পাঞ্জাব ও মাহারাষ্ট্র এই সময় ধুমধামের সঙ্গে নবরাত্রি পালন করে। ৯ দিন ধরে পূজা পালনের সঙ্গে চলে ডান্ডিয়া, গরবা ও রাস।
-
কুল্লু দসেরা : হিমাচল প্রদেশের কুলু উপত্যকায় উদযাপিত হয় কুল্লু দসোরা। প্রতি বছর রথ যাত্রার দিন রঘুনাথের মূর্তি স্থাপিত হয়। বিজয়া দশমীর দিন রাবন বধের মাধ্যমে পালিত হয় অশুভ শক্তির নাশ।
-
বোম্মাই কলু : তামিলনাড়ু, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে দসোরার দিন বোম্মাই কলু স্ত্রী আচার পালন করা হয়। ছোট ছোট পুতুল দিয়ে সাজিয়ে গ্রাম্য লোকাচার ও বিবাহের গল্প বলা হয়। থাকে ছোট ছোট দেবতা মূর্তিও।
-
আয়ুধ পূজা : তামিলনাড়ু, কেরালা, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে নবরাত্রীর নবম দিন আয়ুধ পূজা করা হয়। সন্ধিপূজায় মা চামুন্ডেশ্বরীর হাতে মহিষাসুর নিধনের পর অস্ত্রের আর কোনো প্রয়োজন নেই। তাই এই দিন সেই অস্ত্রশস্ত্রের উপাসনা করা হয় আয়ুধ পুজোর মাধ্যমে।
-
বিদ্যারম্ভ : তামিলনাড়ু, কেরালা ও কর্নাটকে বিজয়া দশমীর দিন বিদ্যারম্ভ পালিত হয়। এদিন সকালে পূজার পর বই, খাতা দেবীকে নিবেদন করে বিদ্যার্থীরা। একে বলা হয় পূজা এদুপ্পু। শিশুদের এ দিন চাল বা বালির উপর দাগ কেটে প্রথম অক্ষর চেনানো হয়।
-
সরস্বতী পূজা : কেরালা, কর্নাটক ও তামিল নাড়ুতে দুর্গাষ্টমীর দিন সরস্বতী বা গায়ত্রী দেবীর আরাধনা করা হয়। কেরালায় এই উৎসব পূজাবাইপু নামে পরিচিত।
-
সীমালঙ্ঘন : মহারাষ্ট্রে দশমীর দিন সীমালঙ্ঘন উৎসব পালন করা হয়। আগে এই দিনে যুদ্ধ জয়ের জন্য কোনো দেশের সীমা লঙ্ঘন করা শুভ মনে করতেন রাজারা।