মোদি-শিনজোর অসামরিক পরমাণু চুক্তি সম্পন্ন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে অসামরিক ক্ষেত্রে পরমাণু সহযোগিতার চুক্তি করেছেন। সেই চুক্তির ছবি নিয়ে এ অ্যালবাম সাজানো হয়েছে।
-
এক ঢিলে দুই পাখি মারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! জাপানের সঙ্গে অসামরিক ক্ষেত্রে পরমাণু সহযোগিতার চুক্তি করে। এতে এশিয়ার অর্থনীতিতে বড় শক্তি জাপানের সঙ্গে সম্পর্কটাকে আরও জোরালো করে তুলতে পারল ভারত।
-
আবার দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের ‘শত্রু’ জাপানের সঙ্গে অসামরিক ক্ষেত্রে পরমাণু সহযোগিতার চুক্তি করে চীনকেও ভারত কিছুটা বুঝিয়ে দিতে পারল।
-
অসামরিক পরমাণু সহযোগিতার ক্ষেত্রে জাপানের মতো এশিয়ার একটি শক্তিশালী দেশের ভারতের দিকে হাত বাড়িয়ে দেওয়ার ঘটনাটি যথেষ্টই তাৎপর্যপূর্ণ। চুক্তিস্বাক্ষর সম্পন্ন করতে পেরে আনন্দিত।
-
দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করতে জাপানের সঙ্গে শুক্রবার আরো ৯টি চুক্তি করেছে ভারত। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে শুক্রবার সবকটি চুক্তিতে সই করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
-
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের পর ফটোসেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
-
জাপানী প্রধানমন্ত্রী শিনজো আবে পরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, ‘পরমাণু শক্তিকে যুদ্ধ ছাড়াও কীভাবে মানুষের কল্যাণে লাগানো যায়, তা গোটা বিশ্বকে খুব ভালভাবেই বুঝিয়ে দিতে পারবে এই চুক্তি।’
-
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য বিপদগুলির মোকাবিলার জন্যেও এই চুক্তির গুরুত্ব অপরিসীম।’