মশা কেন কানের কাছে সব সময় ঘুরপাক খায়
মশা কামড়ে অস্থির করে দেয়। শরীরের যে অংশ ফাঁকা পায় সে অংশেই কামড় বসায়। তবে বিশেষ করে কানের কাছে মশা বেশি ঘুরপাক খায়। এবং গুনগুন করে। জেনে নিন যে কারণে মশা কানের কাছে সব সময় ঘুরপাক খায়।
-
মশার উপদ্রপে অতিষ্ঠ হননি এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া যাবে না না। ছবি: সংগৃহীত
-
নিশ্চই লক্ষ্য করেছেন সব সময় মশা এসে মাথার উপর ঘুরতে থাকে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, যে সমস্ত মশা মাথার উপর ঘোরাফেরা করে তা মূলত মানুষকে কামড়ায় না। পুরুষ এবং মহিলা উভয় মশাই মানুষের মাথার উপর ঘোরাফেরা করে। তবে কেবল স্ত্রী মশাই মানুষের রক্ত চুষে খায়। ছবি: সংগৃহীত
-
এখন প্রশ্ন হলো পুরুষ মশা যদি কামড়ায় না, তাহলে মানুষের মাথায় ঘোরাফেরা করে কেন? বিশেষজ্ঞরা বলছেন, মানুষ তথা প্রাণীদের শরীর থেকে লাগাতার নির্গত হওয়া কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রতি আকৃষ্ট হয় এই মশা। এই কার্বনডাই অক্সাইডের কারণে ১০ মিটার দূর থেকে মশারা বুঝতে পারে যে সেই প্রাণীর অবস্থান কোথায়। ছবি: সংগৃহীত
-
মূলত কোন স্থানে মানুষ আছে তা মশা জানতে পারে মানুষের দেহের তাপমাত্রা, কার্বনডাই অক্সাইডের পরিমাণ ও ঘামের বা গায়ের গন্ধ থেকে। মাথা বা কানের কাছে মশা ঘোরার প্রধান কারণ নাক থেকে নির্গত কার্বনডাই অক্সাইড সবচেয়ে বেশি পরিমাণে বাতাসে থাকে। অর্থাৎ কানের কাছে বা মাথার পিছন দিকে। তাই এই দুটি স্থানেই মশা সবচেয়ে বেশি উড়ে বেড়ায়। অনেকেই চুলে হেয়ার জেল লাগান। মশারা নাকি এই জেলের সুবাস খুব পছন্দ করে। হেয়ার জেলের ঘ্রাণ পেলেও মশা মাথার চারপাশে বা কানের কাছে ঘুরতে থাকে। ছবি: সংগৃহীত
-
মজার বিষয় হলো চোখ না থাকলেও খাদ্যের কাছে ঠিক পৌঁছে যায় মশা। বিশেষজ্ঞরা বলছেন, আর্থোপোডা প্রজাতির ডিপথেরা বর্গের এই পতঙ্গের চোখ নেই, কিন্তু আছে লক্ষাধিক পুঞ্জাক্ষি সম্মিলিত দর্শন ক্ষমতা। অর্থাৎ অপটিক ভিশন ছাড়াই বস্তুর সঠিক অবস্থান নির্ণয়ের ক্ষমতা রয়েছে এই মশাদের। ছবি: সংগৃহীত
-
মশার একটানা ঘ্যানঘ্যানানি আর সেই এক নাগাড়ে গুণগুণ আওয়াজ কারোরই পছন্দ নয়। কিন্তু বাস্তবে মশা আসলে ডাকতে বা আওয়াজ করতে পারে না। মশার ভোঁ-ভোঁ আওয়াজ হলো তার ডানার ঝাপটানির আওয়াজ। মশারা তিন সেকেন্ডে ডানা প্রায় ৯০ হাজার বার ঝাপটা দেয়। আর এই ঝাপটার জন্যই ওই একনাগাড়ে গুনগুনানি সহ্য করতে হয় মশার কামড়ের সঙ্গে। ছবি: সংগৃহীত