নিয়মিত কাজল ব্যবহার করলে যেসব সমস্যা হয়
নারীরা তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজল ব্যবহার করেন। তবে কাজল নিয়মিত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জেনে নিন নিয়মিত কাজল ব্যবহার করলে যেসব সমস্যা হতে পারে।
-
মেকআপ করা প্রায় প্রতিটি নারীর শখ। এটি তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। আর চোখে কাজল লাগানো মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এই কাজল লাগানোর ফলে চোখ সাধারণত খুব সুন্দর ও বড় দেখায়। ছবি: সংগৃহীত
-
আজকাল বাজারে অনেক ধরনের কাজল পাওয়া গেলেও এতে রাসায়নিকের পরিমাণ বেশি হতে পারে যা চোখে অ্যালার্জি ও শুষ্ক চোখের ঝুঁকি তৈরি করে। ছবি: সংগৃহীত
-
কাজলে পারদ, সীসা এবং প্যারাবেনের মতো উপাদান ব্যবহার করা হয়, যা চোখে কনজাংটিভাইটিসের সমস্যা তৈরি করতে পারে। প্রতিদিন কাজল লাগালে চোখের অ্যালার্জি, কর্নিয়ার আলসার এবং চোখ লাল হয়ে চোখে অস্বস্তি হতে পারে। শুধু তাই নয়, চোখের ভিতরে ফুলে যাওয়ার আশঙ্কাও থাকে এর ফলে। ছবি: সংগৃহীত
-
কাজল বানাতে প্রথমে একটা প্রদীপ বা মোম জ্বালিয়ে রাখুন, তারপর উভয় বাটি পাশে রাখুন এবং তারপর প্লেটে সামান্য ঘি দিয়ে বাটিটি রাখুন। এরপরে, ২০ থেকে ৩০ মিনিটের জন্য প্লেটে কাজল বেরিয়ে আসবে। আপনি এটি বের করে একটি বাক্সে রাখতে পারেন। এতে এক ফোঁটা নারকেল তেল যোগ করুন এবং ভালো করে মিশিয়ে নিন। এইভাবে আপনার ঘরে তৈরি কাজল তৈরি হয়ে যাবে। ছবি: সংগৃহীত