মুখের দুর্গন্ধ দূর করার সহজ ৫ উপায়
মুখে দুর্গন্ধ হওয়া একটি জটিল সমস্যা। এই সমস্যার কারণে অনেকেই মানুষের সামনে গিয়ে কথা বলতে লজ্জা পান। অন্যদিকে মুখে দুর্গন্ধ নিয়ে যার সঙ্গে কথা বলা হয় তিনি বিরক্ত হন। তাই এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সহজ ৫টি উপায় জেনে নিন।
-
পুদিনা পাতা: পুদিনা পাতা খুব দ্রæত মুখের দুর্গন্ধ দূর করতে পারে। বিভিন্ন টুথপেস্টেও পুদিনা পাতা উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। তাই বাড়িতে পুদিনা পাতা রাখুন এবং সময় মতো সেগুলো চিবিয়ে নিতে পারেন। ছবি: সংগৃহীত
-
দারুচিনি: এটি মুখে রাখলে দুর্গন্ধ দূর হয়ে যায়। তাছাড়া এর অনেক ঔষধি গুণও রয়েছে। ছবি: সংগৃহীত
-
মৌরী: মুখের দুর্গন্ধ দূর করে একটা মিষ্টি ভাব তৈরি করতে পারে মৌরী। আর সেজন্যই বিভিন্ন ডেজার্টে মৌরী ব্যবহার করা হয়। অ্যানথোল নামে এক প্রকার উপকরণ থাকে এর মধ্যে যা দুর্গন্ধ দূর করতে পারে। এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে। পানিতে মৌরী সেদ্ধ করে নিন। সেই পানি মাউথ ওয়াশ হিসেবে ব্যবহার করুন। ছবি: সংগৃহীত
-
এলাচ দানা: বেশ কিছুক্ষণ ধরে একটি এলাচ দানা চিবালে বা মুখে রাখলে দুর্গন্ধ দূর হয় সহজেই। এর মিষ্টি স্বাদ মুখেও ভালো লাগে। আর তাই বিভিন্ন খাবারে এলাচ একটি বিশেষ উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। ছবি: সংগৃহীত
-
লবঙ্গ: এর কথা অনেকেই জানেন। মুখে দুর্গন্ধ থাকলে বেশ কিছুক্ষণের জন্য লবঙ্গ মুখে রাখতে পারেন। এরমধ্যে অ্যান্টিব্যাক্টেরিয়াল প্রপার্টি থাকে যা মুখের মধ্যে থাকা জীবাণু দূর করতে পারে। পাশাপাশি মুখের মধ্যে অন্যান্য সমস্যাও দূরে রাখতে পারে লবঙ্গ। ছবি: সংগৃহীত