যেভাবে ডিম খেলে বেশি উপকার পাবেন
ডিম একটি পুষ্টিকর খাবার। এটি সহজলভ্য হওয়ায় যে যোনো শ্রেণির মানুষ খেয়ে পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন। এবার জেনে নিন যেভাবে ডিম খেলে বেশি উপকার পাওয়া যাবে।
-
পৃথিবীজুড়েই সকালের নাস্তার অন্যতম জনপ্রিয় উপদান হলো ডিম। ডিম নানাভাবে খেতে ভালবাসেন মানুষ। সিদ্ধ, স্ক্র্যাম্বলড বা ওমলেট- এরকম ডিমের প্রকারভেদের শেষ নেই। ছবি: সংগৃহীত
-
ভারতীয় ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট নমামি আগরওয়াল ডিম খাওয়া নিয়ে একটি পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি বলেছেন, ডিমের সাদা অংশ এবং কুসুম একসঙ্গে খেলেই প্রোটিন, ফ্যাট ও ক্যালরির সঠিক ভারসাম্য বজায় থাকে। মানুষ তৃপ্তও হন এইভাবে খেলে। ছবি: সংগৃহীত
-
পোস্টের সঙ্গে নমামি একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে ডিমের পোচ। সঙ্গে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘সানি সাইড আপ’। ডিমকে ‘সুপারফুড’-ও বলা হয়। কারণ মানবদেহে চটজলদি প্রোটিন ও ফ্যাটের যোগান দিতে ডিম জুড়িহীন। ডিমে সব ধরনের পুষ্টিগুণ বজায় আছে। তার মানে নমামি বোঝাতে চাইছেন ডিম পোচ করে খেলে বেশি উপকার পাওয়া যায়। ছবি: সংগৃহীত
-
এবার দেখে নেওয়া যাক, একটা ডিমে কত পরিমাণে বিভিন্ন ভিটামিন আছে। ভিটামিন এ আছে ৬%। ভিটামিন বি ৭%, ভিটামিন বি-১২ আছে ৯%, ফসফরাস ৯%, ভিটামিন বি-২ ১৫% এবং সেলেনিয়াম আছে ২২%। ছবি: সংগৃহীত
-
পুষ্টিবিদদের মতে, চিকিৎসকের নিষেধাজ্ঞা না থাকলে ডায়েটে রোজই থাকতে পারে ডিম। ছবি: সংগৃহীত