ত্বকের উজ্জ্বলতা বাড়াবে মসুর ডাল
মসুর ডাল শুধু খাওয়ার কাজেই ব্যবহার হয় না। এটি রূপচর্চার কাজে বেশ কার্যকরী। এবার জেনে নিন যেভাবে মসুর ডাল ব্যবহার কররে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
-
চার চা চামচ মসুর ডাল ভিজিয়ে রাখুন সারা রাত। সকালে তার সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল ও ১ চামচ লেবুর রস মিশিয়ে ভালো করে পেস্ট করে নিন। ছবি: সংগৃহীত
-
ডালের মিশ্রণটি মুখে, ঘাড়ে, গলায় ভালো করে মালিশ করুন। বিশ মিনিট রেখে এবার সার্কুলার মোশনে মালিশ করে নিন। তারপর ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
-
রাতভর ভিজিয়ে রাখা চার চামচ মসুর ডালের সঙ্গে মেশান অর্ধেক কাপ দুধ এবং কিছু আমন্ড। এরপর ভালো করে ব্লেন্ড করে ফেলুন। একইভাবে মুখ, ঘাড় ও গলায় মালিশ করুন। ২০ মিনিট রেখে সার্কুলার মোশনে মালিশ করে ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
-
সারা রাত ভিজিয়ে রাখা ৪ চামচ মসুর ডাল ভালো করে বেøন্ড করে নিন। এবার তাতে দিন ২ চামচ চালের গুঁড়া, এক চামচ মধু ও কোয়ার্টার কাপ দুধ। আবার ভালো করে মিশিয়ে নিন। ছবি: সংগৃহীত
-
এই মিশ্রণ দিয়েও একইভাবে মুখ, ঘাড় ও গলায় মালিশ করে নিন। ২০ মিনিট রেখে আবার ৫ মিনিট ধরে সার্কুলার মোশনে মালিশ করুন। পানি দিয়ে ভালো করে মুখ, ঘাড় ও গলা ধুয়ে নিন। ছবি: সংগৃহীত