জন্ডিস থেকে দ্রুত সুস্থ হতে যেসব খাবার খাবেন
প্রকাশিত: ১২:০৮ পিএম, ২৭ আগস্ট ২০২১
আপডেট: ১২:০৮ পিএম, ২৭ আগস্ট ২০২১
বছরের বিভিন্ন সময়ে জন্ডিস আক্রান্ত হন অনেকেই। এই রোগে আক্রান্ত হলে ভোগান্তির সীমা থাকে না। এবার জেনে জন্ডিস হলে এ থেকে দ্রুত আরোগ্য পেতে যেসব খাবার খাবেন।
-
জন্ডিসে আক্রান্ত হলে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। যত বেশি পানি পান করবেন, তত বেশি টক্সিন পদার্থ বেরিয়ে যাবে শরীর থেকে। ছবি: সংগৃহীত
-
জন্ডিসের ফলে যকৃৎ দুর্বল হয়ে যায়। কমে যায় পরিপাকক্রিয়া এবং হজমশক্তি। তাই এই অসুখে ভরসা করুন তরল ডায়েটের উপর। ছবি: সংগৃহীত
-
জন্ডিস থেকে সুস্থতার পথে স্যুপ ও বিভিন্ন তরল খাবার বেশি করে রাখুন খাবারের তালিকায়। ছবি: সংগৃহীত
-
অন্য খাবারের পাশাপাশি বেশি করে ফলের রস পান করুন। এই সময়ে যত বেশি সহজপাচ্য খাবার খাবেন, তত দ্রুত সুস্থ হবেন। জন্ডিসের সময় বাতাবি লেবু খাওয়া আমাদের পুরনো রীতি। ছবি: সংগৃহীত