অ্যান্টিবায়োটিকের কোর্স চলাকালে যেসব সতর্কতা মেনে চলতে হয়
বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ডাক্তাররা অ্যান্টিবায়োটিক ওষুধ দেন। অ্যান্টিবায়োটিকের কোর্স চলাকালে কিছু সতর্কতা মেনে চলতে হয়। বিশেষ করে, নির্দিষ্ট কিছু খাবার ও পানীয় এড়িয়ে চলুন। না হলে শরীরে দেখা দেবে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া। জেনে নিন এসব খাবার সম্পর্কে।
-
অ্যালোকহল ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয়। ক্যাফেইন রয়েছে এমন পানীয়ও খাওয়া চলবে না। যেমন, কফি। ছবি: সংগৃহীত
-
অম্ল জাতীয় খাবার যেমন চকোলেট, বাদাম, টক ফল, টোম্যাটো খাবেন না। ছবি: সংগৃহীত
-
আঁশ বা ফাইবার জাতীয় খাবার। এই ধরনের খাবার পাকস্থলিতে খাদ্য শোষণের গতি কমিয়ে দেয়। ছবি: সংগৃহীত
-
অতিরক্ত মাত্রায় আয়রন রয়েছে, এমন খাবার খাবেন না। এগুলো শরীরে অ্যান্টিবায়োটিক শোষণ বা অ্যাবসর্পসন-এর হার কমিয়ে দেয়। ছবি: সংগৃহীত
-
দুগ্ধ জাতীয় খাবার খাওয়া একেবারেই ঠিক নয়। এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা অ্যান্টিবায়োটিক শোষণে বাধা দেয়। যদি একান্তই দুগ্ধজাতীয় খাবার খেতে চান, তা হলে দই খেতে পারেন। এতে প্রোবায়োটিক আছে, ফলে অ্যান্টিবায়োটিক-এর উপর কোনো প্রভাব ফেলে না। ছবি: সংগৃহীত