অটিস্টিক সন্তানকে যেভাবে বড় করবেন
আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। শিশুর অটিজম থাকলে আকাশ ভেঙে পড়ে বাবা-মায়ের মাথায়। এই সম্পর্কে জানুন, বুঝুন, সন্তানকে এগিয়ে যেতে সাহায্য করুন। এ বিষয়ে জানাচ্ছেন ভারতীয় সাইকোলজিস্ট শুচিস্মিতা চক্রবর্তী। অটিস্টিক শিশুদের কীভাবে বড় করবেন সে বিষয়ে লিখেছেন,- মিজানুর রহমান মিথুন
-
বেশির ভাগ ক্ষেত্রেই বাবা, মায়েরা মানতেই পারেন না যে তাদের সন্তান স্পেশাল, তার কোনো সমস্যা রয়েছে। সত্যিটা স্বীকার করুন। সন্তানকে গ্রহণ করুন। সন্তানকে নিজেদের মতো করে বেড়ে উঠতে দিন। ছবি: সংগৃহীত
-
অটিস্টিকরা রেস্ট্রিকটেড ইন্টারেস্ট ও রেস্ট্রিকটেড বিহেভিয়ারের কারণে নিজেদের খেয়াল রাখতে পারে না। বিশেষজ্ঞের সাহায্য নিয়ে সেল্ফ হেল্প বা সেলফ কেয়ার রুটিন তৈরি করুন ওদের। যাতে ধীরে ধীরে নিজেদের কাজ করার অভ্যাস তৈরি হয়। ছবি: সংগৃহীত
-
অটিস্টিকদের সেন্সরি প্রসেসিং ডিজঅর্ডার থাকে। যার ফলে গন্ধ, আলো, আওয়াজ, স্পর্শের প্রতি ওরা সংবেদনশীল হয়। সেন্সরি ইন্টিগ্রেটিভ থেরাপির সাহায্যে যার চিকিৎসা সম্ভব। থেরাপিস্টের পরামর্শে বাড়িতেও ওদের যথাযথ যত্ন নিন। ছবি: সংগৃহীত
-
অটিস্টিক শিশুদের মধ্যে তাপ, ব্যথা এগুলোর অনুভূতি কম থাকে। ফলে ওরে অনেক সময় আসন্ন বিপদ আঁচ করতে পারে না। সাধারণত আমাদের এটা সন্তানদের শেখাতে হয় না। কিন্তু অটিস্টিকদের এটা যত্ন করে শেখাতে হয়। ওদের বিপদ সম্পর্কে ওয়ারিবহাল করাতে হবে। ছবি: সংগৃহীত
-
অটিস্টিকরা আই কনট্যাক্ট করতে পারে না। থেরাপির সাহায্যে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। বাড়িতেও দুপ্রকার ডাল মিশিয়ে দিয়ে ওদের আলাদা করতে দিতে পারেন। এইসব ছোট ছোট কাজে মনসংযোগ করতে করতে ওদের আই কন্ট্যাক্ট করার অভ্যাস তৈরি হবে। ছবি: সংগৃহীত
-
সন্তান বয়ঃসন্ধিতে পৌঁছলে সতর্ক থাকুন। ওরা সোশ্যাল কিউ বুঝতে না পারার কারণে কিছু ব্যবহারিক ত্রুটি আসে ওদের আচরণে। যার ফলে ওদের আচরণ অসামাজিক মনে হয়। রাগ না করে ওদের বোঝান। নিজেদের গ্রহণযোগ্য করে তুলতে সাহায্য করুন। প্রশিক্ষণ ও পদ্ধতির মাধ্যমে আচরণগুলো শিখতে সাহায্য করুন। ছবি: সংগৃহীত