যেসব গাছ রাখলে গরমে ঘর ঠান্ডা থাকবে
এই গরমে একটু ঠান্ডা থাকতে নিরন্তর চেষ্টা করছেন সবাই। বাসা-বাড়ি ঠান্ডা রাখার জন্য অনেক উপায় বের করছেন কেউ কেউ। তারা জেনে নিন বাড়িতে যেসব গাছ রাখলে ঘর ঠান্ডা থাকবে।
-
ফিকাস বেঞ্জামিনা: উইপিং ফিগ বলেও ডাকা হয় এই গাছকে। অর্থাৎ এই গাছ পাতা থেকে পানি ঝরে। পাতার পানি ঝরার কারণে বাতাসে আর্দ্রতা তৈরি করে। তাই ঘরে রাখলে তাপমাত্রা যেমন শীতল থাকে। ছবি: সংগৃহীত
-
বস্টন ফার্ন: শুধু ঘরের তাপমাত্রা কমানোই নয়, একই সঙ্গে ঘরের বাতাস পরিশুদ্ধ রাখতেও এই গাছের জুড়ি মেলা ভার। তবে ফার্ন যেহেতু শীতল পরিবেশের গাছ, তাই এটি রাখতে হবে ছায়ায়, ঘন ঘন পানিও দিতে হবে। ছবি: সংগৃহীত
-
অ্যালোভেরা: এই গাছের গুণাবলীর কথা নতুন করে খুব একটা বলার নেই। এর পাতার ভিতরে থাকে জলীয় ওষধি উপাদান, যা ত্বকে লাগালে নিমেষে ক্ষত বা পোড়া জুড়িয়ে যায়। একই সঙ্গে ঘরের তাপমাত্রা কমাতেও কাজে আসে অ্যালো ভেরা। এই গাছেও কিন্তু একটু বেশি পানি দিতে হয়। ছবি: সংগৃহীত
-
স্নেক প্লান্ট: অ্যালোভেরার মতো এই গাছের পাতাও জলীয় উপাদানে সমৃদ্ধ। তাই জানলার কাছে রেখে দিলে তা উত্তাপ শোষণ করে নেবে, ঘরের হাওয়াকে করে তুলবে শীতল। এটিতেও অতিরিক্ত পানি দেয়ার দরকার হয়। ছবি: সংগৃহীত
-
বাম্বু পাম: এর বড় বড় পাতা খুব সহজেই চারপাশের উষ্ণতা শোষণ করে নেয়। তাই গ্রীষ্মে ঘর হিমশীতল রাখতে কাজে আসতে পারে বাম্বু পাম। শুধু দিনে বেশ কয়েকবার পানি দিতে ভুললে চলবে না! ছবি: সংগৃহীত
-
স্পাইডার প্লান্ট: মাকড়সা যেমন ছায়ার প্রাণী, তেমনই এই গাছকেও ছায়ায় রাখতে হয়। মানে ঘরের ভিতরে রাখতে হবে। আর তাতেই এটি প্রাকৃতিক পদ্ধতিতে বাতাস পরিশুদ্ধ করবে, কমিয়ে দেবে ঘরের উষ্ণতা। ছবি: সংগৃহীত
-
পিস লিলি: এর অনবদ্য ফুলের শোভা যেমন চোখে শান্তি আনে, তেমনই গরমে বাতাস শীতল রেখে এটি দেহকেও আরাম দেয়। কেনার সময়ে একটু বড় পাতা দেখে কেনা ভালো আর বেশ কয়েকটা সারি দিয়ে একসঙ্গে রাখতে হবে। ছবি: সংগৃহীত
-
রবার প্লান্ট: এই গাছের পাতা এমনিতেই বড় হয়! পাশাপাশি যদি সব চেয়ে বড় পাতার শ্রেণি দেখে গাছটি কেনা হয়, তাহলে খুব তাড়াতাড়ি তা ঘর ঠান্ডা রাখবে। এতে মাঝে মাঝেই একটু পানি ছিটিয়ে দিতে হবে। ছবি: সংগৃহীত
-
পটহোজ: যদি পরিচর্যার ঝামেলা এড়ানো উদ্দেশ্য হয়, তাহলে পটহোজের চেয়ে ভালো কিছু হতেই পারে না। এটি একই সঙ্গে বাতাস পরিশুদ্ধ করে ঘরের তাপমাত্রা শীতল রাখবে। তার জন্য দিনে একবার পনি দিলেই যথেষ্ট! ছবি: সংগৃহীত
-
চাইনিজ এভারগ্রিন: নাম শুনেই বোঝা যাচ্ছে এই চিরসবুজ গাছ ঘরে শান্তির আশ্রয় তৈরি করবে। বাতাস পরিশুদ্ধ রাখবে, গ্রীষ্মকে কাছে ঘেঁষতে দেবে না। যত বড় পাতা দেখে কেনা যাবে, উপকারও পাওয়া যাবে তত বেশি। ছবি: সংগৃহীত
-
এরিকা পাম: তালিকায় সবার শেষে এর নাম এলেও নাসা কিন্তু তার গবেষণায় সব চেয়ে বেশি নম্বর দিয়েছে এরিকা পামকেই! তবে ঘরের ভিতরটা ঠান্ডা রাখতে মাঝে মাঝে পানি দিতে হবে গাছে আর ছায়ায় রাখতে হবে একে। ছবি: সংগৃহীত