গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার উপায়
প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। ঘরে-বাইরে অসহ্য গরম। এই গরম থেকে বাঁচতে জেনে নিন এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখবেন যেভাবে।
-
এই গরমে ফ্যান চালালেও যেন কোনো কাজ হয় না। অনেকে ভাবছেন এসি লাগাবেন, কিন্তু বিদ্যুৎ বিলের কথা ভেবে পারছেন না। তবে এসি না চালিয়েই ঘর ঠান্ডা রাখা যায়। ছবি: সংগৃহীত
-
টিউব লাইট-এ ঘর গরম হয়। সম্ভব হলে কম আলোর এলইডি আলো ব্যবহার করুন। ছবি: সংগৃহীত
-
ঘরে ভেন্টিলেটর থাকলে, ভালো করে সেটিকে পরিষ্কার করে রাখুন। ছবি: সংগৃহীত
-
কাঠের জানলা হলে সমস্যা নেই! কিন্তু জানলা যদি কাঁচের হয় তবে গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন। হালকা রঙের পর্দা সূর্যের তাপ আটকায় না। ছবি: সংগৃহীত
-
জানলায় বা বারান্দায় ব্যবহার করুন খেসের পর্দা। খেস একরকমের ঘাস, তাপ আটকাতে সক্ষম। তাতে যদি একটু পানি ঢেলে দিতে পারেন, দেখবেন ঘর অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। মোটা চাদর জলে ভিজিয়ে, শুকিয়ে নিয়ে, অল্প স্যাঁতসেতে ভাবটা রেখে পর্দার গায়ে সেঁটে দিতে পারেন। খসখসের বিকল্প হিসেবে ভালো কাজ করে। ছবি: সংগৃহীত
-
বিছানার চাদর, বেডকভার ব্যবহার করুন হালকা রঙের পাতলা সুতির। তুলো তাপ টানে। তাই বালিশে ভরতে পারেন বাজরা বা চাল। গদির মাঝখানে একটা মাদুর পেতে রাখলে বিছানার গরম অনেকটাই কমে যাবে। ছবি: সংগৃহীত
-
ঘর মোছার সময় পানির মধ্যে বেশ খানিকটা লবণ মিশিয়ে, লবণ পানি দিয়ে ভিজে ভিজে করে ঘর মুছুন, ঘরের তাপমাত্রা অনেকটাই কমবে। ছবি: সংগৃহীত