হাত পা হঠাৎ অবশ হওয়া যেসব মারাত্মক রোগের লক্ষণ
অনেকেরই হঠাৎ করে হাত-পায়ে ঝি-ঝি লাগে বা অবশ হয়ে যায়। কেউ কেউ এ বিষয়টাকে গুরুত্বসহকারে নেন না। তবে হাত পা হঠাৎ অবশ হওয়া মারাত্মক রোগের লক্ষণ বলে চিকিৎসকরা বলছেন। জেনে নিন এ সম্পর্কে।
-
কারো কারো অনেকক্ষণ বসে থাকলে পায়ে ঝি-ঝি লাগে অথবা অবশ হয়ে যায়। কিংবা হাতে ভর দিয়ে কাজ করছিলেন হঠাৎ দেখলেন হাতটা অবশ হয়ে গেছে নাড়াতে পারছেন না। কিংবা মাঝে মধ্যেই শরীরের কিছু অংশ অবশ হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনাকে। ছবি: সংগৃহীত
-
এমন হলে থাইরয়েড, ডায়াবেটিস, বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এতে। ভেতরে ভেতরে শরীরে বাসা বাঁধতে পারে থাইরয়েড বা ডায়াবেটিস। ছবি: সংগৃহীত
-
বিশেষজ্ঞদের মতে, স্নায়ু যদি কোনো কারণে চাপ পড়ে শরীরের সেই অংশে কোনো অনুভূতি কাজ করে না, ঝিন ঝিন করে বা অবশ লাগে। চিকিৎসকদের মতে, শারীরিক দুর্বলতা বা কোনো রকম সংক্রমণের প্রভাব থাকলে এমনটা হতে পারে। ছবি: সংগৃহীত
-
যদি আমাদের শরীরে রক্ত সঞ্চালন সঠিকভাবে না হয় তবে তা আমাদের শিরাগুলোতে প্রভাব ফেলে, যার কারণে আমাদের দেহের বিভিন্ন অংশে অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না তখন আমাদের ঝিমঝিম বা অবশ হয়ে যায় শরীরের অংশ। ছবি: সংগৃহীত