প্রতিদিন এলাচ খাবেন কেন?
এলাচ শুধু মশলা হিসেবেই ব্যবহার করা হয় না। এর রয়েছে বহুমুখী গুণ। খাবার সুস্বাদু ও সুগন্ধি করা ছাড়াও এটি প্রতিদিন খেলে শরীরের অনেক জটিল সমস্যা দূর হয়।
-
এলাচের রয়েছে অনেক ঔষধি গুণ। তাই সারা বছর নিয়ম করে এলাচ খেলে বিভিন্ন অসুখ থেকে দূরে থাকবেন। ছবি: সংগৃহীত
-
নিয়মিত এলাচ খেলে শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। ছবি: সংগৃহীত
-
শরীরের ওজন বৃদ্ধি নিয়ে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন। তারা নিয়মিত এলাচ খেতে পারেন। এলাচ ওজন কমাতে সাহায্য করে। ছবি: সংগৃহীত
-
এলাচের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ত্বক বুড়িয়ে যেতে দেয় না। ত্বক ঝুলে পড়ে না, পড়ে না বলিরেখারও। ছবি: সংগৃহীত
-
নিশ্বাসের দুর্গন্ধ সমস্যায় যারা ভুগছেন তারা মুখে দু-তিনটে এলাচ রেখে দিন। দুর্গন্ধের সমস্যা দূর হবে। ছবি: সংগৃহীত
-
মুখের ঘা, মাড়ির ক্ষত ইত্যাদিতে এলাচ ওষুধের কাজ করে। ছবি: সংগৃহীত
-
চায়ের সঙ্গে মধু ও ১ থেকে ২টা এলাচ মিশিয়ে খেলে সর্দি-কাশির সমস্যা থেকে মুক্তি পাবেন। ছবি: সংগৃহীত