শীতকালে ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখার সহজ উপায়
শীতকালে প্রায় সবারই ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায়। এ সময়ে ত্বকের বাড়তি যত্ন নিতে হয়। জেনে নিন শীতকালে মসৃণ ত্বক পেতে যা করবেন।
-
শীতের সময়ে ত্বকের উজ্জ্বলতা কমতে থাকে, ত্বক শুকিয়ে যায়। কারো কারো ত্বক রুক্ষ হয়ে যায়। কাজেই ত্বকের বাড়তি যতœ প্রয়োজন।
-
শীতেকালে ত্বকের জন্য ময়েশ্চারাইজর জরুরি। এ সময়ে ত্বকে বাদাম তেল বা এভোকাডো সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এগুলো ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
-
শীতকালেও ব্যবহার করুন সানস্ক্রিন। বাড়ির বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে এসপিএফ ১৫-৩০ সম্পন্ন সানস্ক্রিন ব্যবহার করুন।
-
গোসলের সময় অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না। গোসলের পানিতে কয়েক ফোঁটা জোজোবা বা বাদাম তেল মিশিয়ে নিন, ত্বক আর্দ্র এবং মসৃণ থাকবে।
-
শীতকালে মেকআপ করার সময় লিক্যুইড ফাউন্ডেশন ব্যবহার করবেন না, ক্রিম ফাউন্ডেশন ব্যবহার করুন।
-
শীতকালে কখনোই ভেজা চুলে বাইরে বের হবেন না, চুলের আর্দ্রতা নষ্ট হয়ে যায়, চুল ভেঙে পড়ে। স্নানের পরএবং প্রতিবার মুখ ধোয়ার পর ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
-
কখনোই জিব দিয়ে ঠোঁট ভেজানো উচিত নয়। কয়েক ফোঁটা অলিভ অয়েল মধুর সঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট ফাটবে না।