টয়লেটে মোবাইল ব্যবহার করলে কী হয়?
মোবাইল আসক্তি অনেকের এমন পর্যায়ে পৌঁছেছে যে কেউ কেউ টয়লেটেও মোবাইল চালান। তবে এতে করে মারাত্মক অসুখ হতে পারেন।
-
টয়লেটে ফোন ব্যবহার করেন? কমোডে বসে চোখ বুলিয়ে নেনে ফেসবুকে? অথবা সার্চ করেন গুগল? সাবধান! অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ! বিশেষজ্ঞদের মতে, বাথরুমে ফোন ব্যবহার করলে প্রাণঘাতি রোগ বাসা বাঁধতে পারে শরীরে!
-
অনেক সময় বাথরুম ভিজে-স্যাঁতসেতে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবেশে দ্রুত বংশবৃদ্ধি করে ব্যাকটেরিয়া। পাশাপাশি, ঠিকভাবে হাত না ধোওয়া বা কমোডের পাশেই ফোন রাখায় দ্রুত ছড়িয়ে পড়ে সালমোনেল্লা, ই কোলাই, সিগেল্লা এবং ক্যামফাইলোব্যাকটরের মতো ব্যাকটিরিয়া।
-
গবেষকদের মতে, মোবাইল অন থাকলে এবং ক্রমাগত ব্যবহারের ফলে তার তাপমাত্রা এমনিতেই বেশি থাকে যা ব্যাকটিরিয়াদের বৃদ্ধিতে সাহায্য করে। গবেষকদের মতে, মোবাইল অন থাকলে এবং ক্রমাগত ব্যবহারের ফলে তার তাপমাত্রা এমনিতেই বেশি থাকে যা ব্যাকটিরিয়াদের বৃদ্ধিতে সাহায্য করে।
-
গবেষকরা জানাচ্ছেন, মোবাইলের কভার রাবারের তৈরি, সেখানে বাসা বাঁধে বহু ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটিরিয়া। বাথরুমের ফ্লাশ, কল বা দরজার লক ব্যবহারের পর মোবাইলের স্ক্রিনে হাত দিলে সেখানেও জন্মাতে পারে সালমোনেল্লার মতো ভয়ঙ্কর ব্যাকটিরিয়া, হতে পারে টাইফয়েড।
-
চিকিৎসকরা জানাচ্ছেন, মোবাইলে বাসা বাঁধা ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটিরিয়া খাবারের সঙ্গে লালায় মিশে দ্রুত ছড়িয়ে পড়ে শরীরে।
-
পরীক্ষায় দেখা গিয়েছে, ফোনের টাচস্ক্রিনে গ্যাসট্রো এবং স্ট্যাপের মত ক্ষতিকর ভাইরাস জন্মাতে পারে পরীক্ষায় দেখা গিয়েছে, ফোনের টাচস্ক্রিনে গ্যাসট্রো এবং স্ট্যাপের মত ক্ষতিকর ভাইরাস জন্মাতে পারে।