যেভাবে নিয়মিত আদা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে
গ্যাস্ট্রিকের সমস্যা কম বেশি প্রায় সবারই রয়েছে। এ থেকে বাঁচার জন্য প্রতিদিন নানা রকম ঔষধ খেতে হয়। তবে নিয়ম করে মাত্র একটা টুকরো আদা যা গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে। যে নিন কী খাবেন আদা।
-
আদা খুবই সহজলভ্য। প্রায় প্রতিটি বাঙালি বা অবাঙালি বাড়িতে আদা আনা হয় নিয়মিত। রান্নায় যেমন আদা রান্নার স্বাদ বাড়ায়, তেমনই শরীরিকভাবে উপকারও করে।
-
প্রথমত একটু নুন ও লেবুর রসে ডুবিয়ে রেখে আদা খেলে মুখে রুচি আসে। স্বাদও বাড়ে।
-
প্রতিদিন অল্প একটু আদা কুচি খেলে সাইনাসের সমস্যার সমাধান হতে পারে।
-
তেলের মধ্যে আদা ফুটিয়ে সেটার রস লাগালে কোনো রকম ব্যাথা সেরে যায় নিমেষে। আদার অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান ব্যাথা দূর করে।
-
বমি ভাব না মাথা ঘোরানো হলে একটু আদা স্লাইস করে নুন দিয়ে খেলে গা গোলানোভাবে কেটে যাবে।
-
হজমের সমস্যা বা পেটে ব্যাথা হলে আদা কুচি খেলে নিরাময় হয়। গ্যাসের ব্যাথার জন্য আদা অব্যর্থ। খুবই তাড়াতাড়ি ভালোভাবে কাজ করে।
-
এছাড়া তো সর্দি, কফ বুকে জমলে আদা খান নিয়মিত। এতে উপকার পাওয়া যাবে। যে কারণে করোনা থেকে শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আয়ুর্বেদিক মতে জলে আদা ফুটিয়ে খাওয়ার কথা বলা হচ্ছে।