নিয়মিত দুই বেলা ভাত খেলে যেসব সমস্যা হবে
নিয়মিত দুই বেলা ভাত খেলে শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়-এমন তথ্যই দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জেনে নিন যেসব সমস্যা হয় দুই বেলা নিয়মিত ভাত খেলে।
-
ভারতের ভবধারিনি বালাজি অফ দ্য পপুলেশন হেলথ রিসার্চ ইস্টটিটিউট, কানাডার হ্যামিলটন হেলথ সায়েন্স ও ম্যাকমাস্টার ইউনিভার্সিটির গবেষকরা এই গবেষণায় শামিল হয়েছিলেন। তাদের গবেষণা থেকেই উঠে আসা তথ্যগুলো ডায়েবেটিক কেয়ার নামক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
-
সেখানে গবেষকরা দেখাচ্ছেন, সাদা চাল মিলে ছাটা হয়। এর ফলে চালের চাকচিক্য বাড়ে বটে কিন্তু ওপরে লেগে থাকা ভিটামিন বি-এর মতো জরুরি পুষ্টিকর উপাদান চলে যায়।
-
গবেষকদের মতে দক্ষিণ এশিয়ার একটা বড় অংশে বেরিবেরিরমতো ভিটামিনের ঘাটতিজনিত রোগ ছড়িয়ে পড়ার কারণও এটি। পাশাপাশি গ্লাইসেমিক ইন্ডেক্সের এই চাল খেয়ে ব্লাডসুগারও বেড়ে যাচ্ছে।
-
এই গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছিল ভারত, চীনসহ এশিয়ার মহাদেশের বেশ কয়েকটি দেশকে। সঙ্গে ছিল উত্তর আমেরিকা, ইওরোপ,দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশ। গুরুত্ব দেওয়া হয় ব্রাজিলকেও।
-
উল্লেখ্য ২০১২ সালের একটি গবেষণা দেখিয়েছিল প্রতিবার অতিরিক্ত ভাত খেলে ডায়াবিটিসের সম্ভাবনা ১১ শতাংশ বেড়ে যায়। এবারের গবেষণা আরও বৃহত্তর পরিসরে করা হয়। তাতেই প্রমাণ, দক্ষিণ এশিয়ার মানুষেরা জিনগতভাবেই ডায়াবিটিস-প্রবণ, আর খাদ্যাভ্যাসই তার মূল কারণ।