এই সময়ে অতিরিক্ত চুল পড়া থেকে বাঁচার প্রাকৃতিক উপায়
এই সময়ে অতিরিক্ত চুল পড়ছে অনেকেরই। এ সমস্যা থেকে মুক্তি পেতে চুলের যত্ন নিন প্রাকৃতিক উপায়ে। কীভাবে যত্ন নেবেন তা জেনে নিন।
-
চুল ভালো করে শুকিয়ে হালকা নারকেল তেল গরম করে চুলে ম্যাসাজ করুন।
-
এই সময় আবহাওয়া আর্দ্র থাকার ফলে চুলে নানা রকমের সমস্যা দেখা দেয়। খুসকি হয়। তাই সপ্তাহে কম করে ৩বার শ্যাম্পু করুন। চুল পরিষ্কার থাকলে ময়লা জমার সম্ভাবনা থাকে না। চুল পড়া কমে।
-
প্রাকৃতিক শ্যাম্পু ব্যবহার করুন এই সময়। রিঠা দিয়ে চুলে শ্যাম্পু করুন। দশকর্মার দোকানে গেলে রিঠা পেয়ে যাবেন। রিঠা গুঁড়ো করে রাতে অল্প জলে ভিজিয়ে রাখুন। পরের দিন ওই জল শ্যাম্পুর মত ব্যবহার করুন। ঠান্ডা জলে চুল ধুয়ে নিন। চুল পড়া ম্যাজিকের মতো কমবে।
-
বর্ষাকালে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন চুলের যত্নর জন্য। একটি বাটিতে মুলতানি মাটি নিন। সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন সারা চুলে প্যাক হিসেবে লাগান। শুকিয়ে গেলে ভাল করে মাথা ধুয়ে নিন। একদিন পর রিঠা দিয়ে শ্যাম্পু করুন। চুল পড়া কমে যাবে।