বাইরে থেকে এসে ফোন জীবাণুমুক্ত করবেন যেভাবে
এই সময়ে শুধু করোনাভাইরাসের হাত থেকে নয় অন্যান্য মারণ ভাইরাস থেকে বাঁচতেও নিয়মিত ফোন জীবাণুমুক্ত করুন। বাইরে থেকে এসে ফোন অবশ্যই জীবাণুমুক্ত করা উচিত।
-
বাড়ির বাইরে যখন বের হচ্ছেন, তখন আপনার সঙ্গে থাকছে মোবাইল ফোনটি। সবসময় এটি ব্যবহার করছেন। কিন্তু জানেন কী, কীভাবে এই মোবাইল বয়ে আনতে পারে করোনাভাইরাস। একটি প্লাস্টিকের তলে সামান্য সময় হলেও করোনা ভাইরাস সক্রিয় থাকতে পারে। সেক্ষেত্রে ভাইরাস সক্রিয়া থাকার স্থান হিসাবে আপনার হাতের মোবাইল ফোনটি তো অত্যাধিক ভাল একটি স্থান। নিজেকে স্যানিটাইজ করার পাশাপাশি, বাইরে থেকে ফিরে নিজের মোবাইল ফোনটাও স্যানিটাইজ করে নেবেন।
-
তাই বাড়িতেই অভ্যাস করে নিতে হবে, যাতে বাইরে থেকে ফিরে নিজেকে স্যানিটাইজ করার পাশাপাশি নিজের হাতের ফোনটাও স্যানিটাইজ করে নেয়া যায়। কিন্তু ফোনে তো জল বা ওয়াটার বেস কিছু ঢালতে পারবেন না। তাহলে? আপনার প্রথম কাজ হয়া উচিত আপনি যে সংস্থার মোবাইল ফোন ব্যবহার করছেন, সেই সংস্থার ওয়েবসাইটে গিয়ে একবার সন্ধান করে দেখা যে সেখানে মোবাইল ফোনটি ক্লিন করার বিষয়ে কী উপদেশ দেওয়া আছে।
-
যেমন অ্যাপল ব্যবহারকারীদের ক্ষেত্রে বলা হয়েছে, তুলোয় লাইজল মাখিয়ে ফোন ডিসইনফেক্ট করা যেতে পারে। স্যামসং ব্যবহারকারী অ্যালকোহল বেসড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন ফোন ডিসইনফেক্ট করতে। এমনই অনেক সংস্থাই তাদের ওয়েবসাইটে বিস্তারিত লিখে রাখে যে ফোন পরিষ্কার করতে কী ব্যবহার করা উচিত।
-
তবে কয়েকটি সাধারণ নিয়ম ফোনের ক্ষেত্রেও মেনে চলা উচিত। বাইরে বেরোলেও যেখানে সেখানে ফোনটি রেখে দেয়া ঠিক না। দরকার হলে হাত স্যানিটাইজ করে ফোন ব্যবহার করে পকেটে ঢুকিয়ে দেয়া উচিত। ব্যবহার করা যেতে পারে হ্যান্ডসফ্রি, যাতে সরাসরি ফোনের সঙ্গে মুখের সংযোগ না হয়। তারপর বাড়িতে ফিরে বাকি সব কিছুর মতোই ফোন স্যানিটাইজ করা দরকার।
-
সমস্ত নিয়ম মেনে বাইরে বেরনোর পর বাড়িতে ফিরে গøাভস খুলেই যদি স্যানিটাইজ না করা ফোন হাতে ধরেন কেউ তাহলে সব সুরক্ষা মাটি হয়ার সম্ভাবনা থাকে। তাই মনে করে বাড়িতে ফিরে হাত স্যানিটাইজ করার পর ফোন স্যানিটাইজ করতে হবে।