নিয়মিত গোলমরিচ কেন খাবেন?
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২৭ জুন ২০২০
আপডেট: ১১:৪০ এএম, ২৮ জুন ২০২০
গোলমরিচের রয়েছে অনেক ভেষজগুণ। নিয়মিত গোলমরিচ খেলে নিমেষেই দূর হয় সর্দি-কাশি। এ ছাড়া রয়েছে গোলমরিচের হাজার গুণ। জেনে নিন সে সম্পর্কে।
-
শুধুই রান্নার মশলা হিসাবে গোল মরিচ পরিচিত নয়, গোল মরিচের একাধিক গুণ রয়েছে যা অনেকেরই জানা নেই।
-
সর্দি, কাশি বা ঠান্ডা লাগলে ২ চামচ গোল মরিচের সঙ্গে ১ কাপ গরম জল মিশিয়ে পান করলে সর্দি, কাশি কাছে ঘেঁষতে পারেনা।
-
দাঁতের ব্যাথা বা সুগারের কষ্ট। গোল মরিচ প্রতিটি ক্ষেত্রেই এক অব্যর্থ ওষুধ।
-
ক্যান্সারের ওষুধ প্রস্তুতে গোল মরিচের বিরাট গুণাগুণ রয়েছে। কেমো প্রস্তুতে গোল মরিচের প্রয়োজন হয়।
-
হজমের জন্য গোল মরিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরে খাবার হজমের জন্য অনেক উপকারী এনজাইম বা উৎসেচকের প্রয়োজন হয়ে থাকে, গোল মরিচের সাহায্যেই সেই সমস্ত উৎসেচক প্রস্তুত হয়ে থাকে ভালভাবে।