৫০ হাজার বছরের পুরোনো লেকে গোলাপি পানি!
পৃথিবীর নানা প্রান্তে ঘটছে আজব আজব ঘটনা। তেমনই এক ঘটনা ঘটেছে। গোলাপী রঙ হয়ে গেছে ৫০ হাজার বছরের পুরনো এক লেকের পানি। জেনে নিন সেই লেক সম্পর্কে।
-
৫০ হাজার বছরের পুরনো মহারাষ্ট্রের লোনার লেকের জলের রঙ রাতারাতি গোলাপী রঙের হয়েছে। যা দেখে বিশেষজ্ঞরাও অবাক।
-
মুম্বাই থেকে ৫০০ কি.মি. দূরে বুলদানা জেলায় অবস্থিত লোনার লেক। এই লেকে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে।
-
স্থানীয় বাসিন্দারা বলেন, বিরাট উল্কাপিণ্ড এসে পড়ায় এই লেকের সৃষ্টি হয়েছিল। ৫০ হাজার বছরের পুরনো এই লেক ঘিরে বৈজ্ঞানিকদেরও উত্সাহের শেষ নেই।
-
হঠাত্ লেকের জলের রঙ গোলাপি হল কী করে! বিশেষজ্ঞরা বলছেন, জলের লবণের পরিমাণ বেড়ে গেলে অথবা শৈবালের উপস্থিতি থাকলে অনেক সময় এমন হয়।
-
এই লেকের সংরক্ষণের দায়িত্বে থাকা সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, এখানে শৈবালের উপস্থিতি রয়েছে। জলের এক মিটার নিচে অক্সিজেনের উপস্থিতি নেই। তিনি আরও বলেছেন, এই লেকের জলের রং-এর আগেও বেশ কয়েকবার গোলাপি হয়েছে।