বাড়িতে যেসব গাছ রাখবেন না
প্রকৃতি প্রেমিকরা তার আশপাশে গাছপালা রাখতে পছন্দ করে। বাড়ির আশপাশে বিভিন্ন ধরনের গাছলাতেও ভালোবাসেন। তবে সব ধরনের গাছ বাড়িতে রাখতে নেই বলে অনেকে বিশ্বাস করেন। যেসব গাছ বাড়িতে না রাখাই ভালো তা জেনে নিন।
-
ক্যাকটাস: নানা ধরনের ক্যাকটাস হয়। কিন্তু যেগুলোতে কাঁটা থাকে, সেই ধরনের ক্যাকটাস বাড়িতে রাখা একেবারেই অনুচিত। এতে করে বাড়ির শিশুরা খেলা করতে গিয়ে তাদের হাতে-পায়ে কাটা বিঁধতে পারে।
-
বনসাই: এই গাছ বাড়ির অন্দরে না থাকাই ভালো। এই গাছের পাতা বায়ু দূষণ করে।
-
তেঁতুল গাছ: কথিত আছে এই গাছে অশরীরী থাকে। তাই ভুলেও এই গাছ বাড়িতে রাখবেন না।
-
মৃত গাছ: কোনো মৃত গাছ বাড়িতে ফেলে রাখবেন না। মৃত গাছে নানা রকম পোকা-মাকড় বাসা বাঁধে।
-
তুলো গাছ: যখন গাছে তুলা ধরে সেই তুলা ফেটে উড়ে উড়ে বাড়ি পরিবেশ নষ্ট করে। তাছাড়া তুলা গাছ অনেক নরম। বাড়ির ভেতর এ গাছ রাখলে ঝড়ে ভেঙ্গে ঘরবাড়ির ক্ষতি হতে পারে।
-
বাড়ির উত্তর এবং পূর্ব দিকে কোনো গাছ রাখবেন না। এতে করে বাতাস আসা যাওয়া করতে পারে না।
-
বাড়ির চৌহদ্দির মধ্যে কোনোদিন কোনো বিশাল আকৃতির গাছ রাখা উচিত নয়। বড় গাছ ঝড়ে ভেঙ্গে ঘরে পড়তে পারে।