শীতের শেষে ত্বকের বিশেষ যত্ন নিন যেভাবে
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০১ মার্চ ২০২০
আপডেট: ০৫:৫৯ পিএম, ০১ মার্চ ২০২০
ধীরে ধীরে চলে যাচ্ছে শীত। শীতের সময় ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। আবার শীত শেষে ত্বক ভালো রাখতে আবার অন্য রকম যত্ন নিতে হয়।
-
শীত চলে যাচ্ছে। এই সময় ত্বক সব থেকে বেশি শুষ্ক হয়ে যায়। ত্বককে মোলায়েম রাখতে বা আদ্রতা ধরে রাখতে এই সময় জল খান প্রচুর পরিমাণে।
-
সকালে ঘুম থেকে উঠে মুখ ভালো করে ধুয়ে নিয়ে ক্রিম মাখতে ভুলবেন না।
-
প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ভালো করে ধুয়ে গোলাপ জল বা টোনার লাগান।
-
মুখে টোনার লাগানোর পর অবশ্যই নাইট ক্রিম ব্যবহার করুন।
-
অবশ্যই প্রতিদিন এই সময় নিয়ম করে সান স্ক্রিন লোশন ব্যবহার করুন।