ক্রিম ছাড়া ত্বক উজ্জ্বল করবে ফেসমাস্ক
ঘরের বাইরে মুখের ত্বক উজ্জ্বল রাখতে সব মহিলাই বিভিন্ন রকম বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন। এই সব জিনিস ব্যবহার করে সুন্দর লাগলেও, এগুলো আমাদের ত্বকের জন্য কতটা ভালো বা কতটা ক্ষতিকর তা আমরা জানি না! ঘরোয়া উপায়ে প্রাকৃতিক উপাদান দিয়ে ফেসপ্যাক ব্যবহার করে পেয়ে যান উজ্জ্বল ত্বক।
-
একটি কলাকে ভাল করে পেস্ট করে নিতে হবে। এর সঙ্গে ডিমের সাদা অংশ ও টক দই ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশণটি ভালো করে মুখে ও গলায় লাগিয়ে নিন। কলায় প্রচুর পরিমাণে ভিটামন-সি, পটাশিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। যা ত্বকের জন্য খুবই উপকারি। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার করে এই ফেস প্যাকটি ব্যবহার করুন।
-
একটি পাত্রে কিছুটা বেসন নিন। এর সঙ্গে কিছুটা লেবুর রস, হলুদ ও গোলাপ জল মিশিয়ে নিন। বেসন আমাদের মুখ পরিষ্কার করে ও মৃত কোষ দূর করে। এছাড়াও মুখ থেকে তেল এবং ট্যান দূর করে। হলুদে যেহেতু অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে,তাই ব্রন প্রতিরোধ করে। মিশ্রণটি শুকিয়ে যাওয়ার ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
-
কিছুটা শশার রসের সঙ্গে তরমুজের রস মিশিয়ে নিন। তাতে দিন দই ও গুড়ো দুধ। এই মিশ্রণটি ভালো করে মুখে লাগিয়ে ২০ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। শশা ত্বককে হাইড্রেট করে ও নরম করে। এছাড়াও ত্বক থেকে কালো ছাপ দূর করে। দই ও দুধ ত্বককে পরিষ্কার করে।
-
গুড়ো দুধের সঙ্গে আমন্ডওয়েল, লেবুর রস ও মধু ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি লাগান মুখে। ১৫-২০ মিনিট পরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।