যে ভুল পদ্ধতিতে মেদ ঝরাতে চাইলে উল্টো আরও মেদ বাড়বে

প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৫ মে ২০১৯ আপডেট: ০৪:০০ পিএম, ১৫ মে ২০১৯

মেদ নিয়ে চিন্তায় অনেকেই চিন্তায় আছে। ইউটিউব খুলে রোগা হওয়ার নানা উপায় খুঁজে বেড়াচ্ছেন প্রায়ই। একটু এদিক-ওদিক নিয়ম ভাঙলেই আতঙ্ক, এই বুঝি শরীরে জমে গেল মেদ! মাঝে মাঝেই ওজন নেওয়া, আয়নায় দেখে নেন আরও মুটিয়ে গেলেন কি না। এবার জেনে নিনযে পদ্ধতিতে মেদ ঝরাতে চাইলে উল্টো আরও মেদ বাড়বে।