সন্তান স্কুলে যাওয়া শুরু করলে যেসব বিষয়ে নজর রাখা দরকার
বর্তমান সময়ে শিশুর লেখাপড়া নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়ে জন্মের পর থেকেই। তবে স্কুলে শিশুরা স্কুলে যেতে শুরু করলে অনেক সমস্যার মুখোমুখি হয়। এবার জেনে নিন আপনার সন্তান স্কুলে যেতে শুরু করলে যেসব বিষয়ে নজর রাখা দরকার।
-
প্রথম প্রথম স্কুলে যাওয়ার সময় অনেক শিশুই কান্নাকাটি করে। বাড়ির পরিবেশ, চেনা মানুষজনের মুখ ছেড়ে অনেকটা সময় একা থাকার ভয় তাকে তাড়া করে বেড়ায়। এই সময় শিশুকে সময় দিন। তাকে বোঝার চেষ্টা করুন।
-
কিছু দিন কাটার পর শিশু স্কুলে অভ্যস্ত হতে শেখে, তার নতুন অনেক বন্ধুও হয়। নজর রাখুন সে সব বন্ধুত্ব যেন তাকে আনন্দ দেয়। আপনিও চিনে রাখুন তার নতুন বন্ধুদের। শিশুর জীবন শুরুর প্রাথমিক সময় থেকেই বন্ধুত্বের মর্যাদা ও প্রয়োজনীয়তা তাকে উপভোগ করতে দিন। সহজ হয়ে ওদের মতো করেই মিশতে দিন ওদের।
-
স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ঠিক কেমন সম্পর্ক তার, কাউকে বিশেষ ভয় পায় কি, পেলে কেন পায়? জেনে রাখুন সব খুঁটিনাটি। ওর শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন আপনিও।
-
স্কুলে বন্ধু বা শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে শিশুর বোঝাপড়ায় কোথাও ঘাটতি থেকে যাচ্ছে কি? প্রয়োজনে শিশুর সঙ্গে কথা বলুন। তাকে কোনও রকম হেনস্তার শিকার হতে হচ্ছে কি না তা নজরে রাখুন। একটি শিশুর প্রথম স্কুল তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
শিশুর স্বভাবের সঙ্গে স্কুলের পরিবেশ মানানসই না হলে তা তার মনের উপর প্রভাব ফেলে। এই পরিবেশে ওকে খাপ খাওয়াতে সাহায্য করুন, একান্তই সে তা না পারলে স্কুল বদলেও দেখতে পারেন। তবে সন্তান এ বিষয়ে কোথাও মানাতে না পারলে প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নিন।
-
স্কুলে গেলে একা একা টিফিন খেতে হয়। বেশির ভাগ শিশুই নিজে হাতে খেতে পারে না। অনেক প্লে স্কুলেই টিফিন খেতে সাহায্য করেন স্কুলের কর্মীরা। সন্তানের ক্ষেত্রে সেই সাহায্য কাজে আসছে কি না নজরে রাখুন। প্রয়োজনে স্কুলের সঙ্গে কথা বলুন। দরকারে টিফিনে এমন কিছু দিন, যা হাতে করে খেতে ওর অসুবিধা না হয়।