প্রেমে পড়লে ওজন বাড়ে !
প্রেম নিয়ে যুগে যুগে নানা ধরনের গবেষণা হয়েছে। ভবিষ্যতে আরও গবেষণা হবে। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে প্রেমে পড়লে ওজন বাড়ে।
-
স্লিম অ্যান্ড ট্রিম থাকতে হলে প্রেম থেকে শত সহস্র মাইল দূরে থাকতে হবে, এমনই বলছে একটি গবেষণা। অস্ট্রেলিয়ার ‘সেন্ট্রাল কুইনসল্যান্ড ইউনিভারসিটি’-তে সম্প্রতি এমনই তথ্য দেওয়া হয়েছে যে, প্রেমে পড়লে ওজন বাড়তেই পারে।
-
প্রায় ১০ বছর ধরে রিসার্চ চালায় সেন্ট্রাল কুইনসল্যান্ড ইউনিভারসিটির গবেষকরা। মহিলা-পুরুষ নির্বিশেষে ১৫০০০ অংশগ্রহণকারী ছিল এই গবেষণায়। তাদের মধ্যে যেমন কাপলরা ছিলেন, অনেক সিঙ্গেল অংশগ্রহণকারীও ছিলেন।
-
পার্টনারকে নিয়ে ঘুরতে বেরিয়ে রেস্টুরেন্টে জাঙ্কফুট খায় অনেকেই। এতে অনেক প্রেমিক-প্রেমিকাই মোটা হয়ে যান এবং ওজন বেড়ে যায়।
-
গবেষণায় বলা হয়েছে যে, পার্টনার পাওয়ার পরে অনেকেই নিজের ‘লুক’ সম্পর্কে খানিক উদাসীন হয়ে যায়। ইচ্ছে মত খাবার-দাবার খায়। ফলে শরীরের ওজন বেড়ে যায়।
-
ভালবাসার মানুষটির সঙ্গে বেশিরভাগ সময় কাটে ঘরে বসেই। বাইরে বেরনোর আকর্ষণ কমে যায়। হাঁটা চলা না করার কারণে শরীরের ওজন বেড়ে যায়।
-
পার্টনার যদি খানিক অলস হয় বা খেতে ভালবাসে, অনেক ক্ষেত্রেই দেখা যায় একে অন্যজন খেতে উদ্বুদ্ধ করে। এতে করে বেশি খেতে খেতে ওজন বেড়ে যায়।
-
সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, প্রেমে পড়লে প্রতিটি মানুষই বেশ খুশি খুশি থাকে। শরীরে হ্যাপি হরমোন (অক্সিটোসিন ও ডোপামিন) বেড়ে যায়। এবং এই হরমোনের ফলে খিদে বেড়ে যায়। এবং ক্যালোরি-যুক্ত খাবারের প্রতি আসক্তি বেড়ে যায়। ফলে শরীরের ওজন বেড়ে যায়।